এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কবিতাসংগ্রহ। ২১৯ জলদ জলদ সেজে, অগ্রসর হোয়ে । - যুদ্ধহেতু বসিলেন, হিমরাজে লোয়ে ॥ কামান কামান নয়, বজ্র তোপ ছাড়ে । ঘোর বৃষ্টি ছিটে গুলি, অন্ধকার বাড়ে ॥ কাপ্তেন পূবের বায়ু, দিয়া খুব ফের। চারি দিক ঘুরে করে, ফায়ের ফায়ের । বসন্ত পড়িল দায়ে, সব হল ভূট। প্রাণ ভয়ে রাজ্য ছেড়ে উঠে দিলে চুট। বহিছে উত্তর পূবে, অতি ধীরে ধীরে । দক্ষিণে বাতাস গেল, একেবারে ফিরে ॥ যে কোকিল ডেকেছিল, কুছ কুছ স্বরে। এখন সে শীত ভয়ে, উহু উহু করে। ভাসিল বিপক্ষ দল, উঠিলেন নেচে । রাজপটে রাজা ছিম, বসিলেন কেঁচে ॥ শীতের সেরূপ জয়, বসন্তের দলে। সী মুজা যেমন জয়ী, ইংরাজের বলে । -ജ്ജബ