এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বসন্ত বিরহ । যদবধি প্রাণনাথ, প্রবাসেতে রয়। বসন্ত পীযুষ সম, বিষোপম হয় । কোকিলের কুহুরবে, কুছক লাগায়। অামার হৃদয়ে আসি, বিধে শেল প্রায় ? বকুল মধুর গন্ধে প্রমোদিত বন । আকুল করিল তায়, অভাগীর মন ॥ পলাসে বিলাস করে, মালতীর লতা ৷ প্রবল করয়ে তার, মনোমলিনতা ॥ নাগেশ্বর কেশর বেশির সম শোভা । প্রজাপতি বসে ধরি, মনোহারী প্রভা ॥ যেন কোন চতুর লম্পট জন শেষ । ভুলtয় ললনা-মন, ধরি নানা বেশ ॥ পরে মধু ফুরাইলে, অমনি প্রস্থান । যে দিকে সৌরভ ছোটে, সে দিকে পয়ান । সেই মত আমারে, ভুলালে অভ্যরসিক। আশাপথ চেয়ে, অর্মাথি হোলো অনিমিখ ॥ 皋