পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্ৰহ । २९७ কি রূপেতে পরিপূর্ণ, সমরের স্থল। কিরূপে করিছে যুদ্ধ, ইংরাজের দল । যুদ্ধভূমি রুদ্ধ করি, কাটাকাটি যথা । ইচ্ছা হয় পক্ষী হয়ে, উড়ি যাই তথা ॥ দুরে থেকে দৃষ্টি করি, ইচ্ছা অনুরাগে । গুলি যেন ছুটে এসে, গায়ে নাহি লাগে । যুদ্ধের জয় । সেফালিক পদ্য . গেল বিপক্ষের ভয়, গেল বিপক্ষের ভয়, শতলজ পার হলো, শীক সমুদয় । রণে ব্রিটিসের জয়, রণে ত্রিটিসের জয় ॥ e 一料一 কালগুণে বিপরীত, বুঝিবার ভ্ৰম । এসেছিল শীক সব করিয়া বিক্রম।