পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্ৰহ । २२6t আমাদের সেনাদের, বাহুবল বাড়ে । বিকট বদনে ঘোর, সিংহনাদ ছাড়ে ॥ বেঁধে হোপ করে কোপ, দিলে তোপ দেগে । নাহি রব পরাভব, গেল সব ভেগে ॥ যত দল হতবল, প্রতিফল পেলে । রেজিমেণ্ট করে সেণ্ট, ভাবু টেণ্ট ফেলে ॥ দ্বেষ ছেড়ে দেশে গিয়া, মানে পরাজয় । গেল বিপক্ষের ভয়, গেল বিপক্ষের ভয় } শতলজ পার হলো শীক সমুদয় । রণে ব্রিটিসের জয়, রণে ব্রিটিসের জয় ॥ বিপক্ষের বড় বড় সরদার যারা । সিদ্ধিপানে শুদ্ধি খায়, বল-বুদ্ধিহার ॥ লাহোরে রাণীর কাছে, অধোমুখে থাকে । ঘোর দুর্গে ঢুকে দুর্গে হুর্গে বলে ডাকে ॥ বিক্রমেতে সিংহ সম, শীক সিংহ যত । আমাদের কাছে সব, শৃগালের মত য় নুকে খত যুদ্ধে বাবা, পরস্পর কয় । গেল বিপক্ষের ভয়, গেল বিপক্ষের ভয় ॥ শতলজ পার হলো শীক সমুদয় । রণে ব্রিটিসের জয়, রণে ব্রিটিসের জয় ॥