এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
२२७ কবিতাসংগ্রহ । রণভূমি ছেড়ে যায়, যত চাপদেড়ে । গুলি গোলা অস্ত্র তোপ, সব লয় কেড়ে । মাথার পাগুড়ি উড়ে, পড়ে নদী-কুলে । বুদ্ধি-লোপ দাড়ি গোপ, সব যায় ঝুলে ৷ চড়াচড় মারে চড় সিফায়ের দলে । ধড়ফড় করে ধড়, পড়ে ধরাতলে ॥ পুনৰ্ব্বার উঠিবার, শক্তি নাহি হয় । গেল বিপক্ষের ভয়, গেল বিপক্ষের ভয় ॥ শতলজ পার হলো, শীক সমুদয় । রণে ব্রিটিসের জয়, রণে ব্রিটিসের জয়। ভাগিয়াছে শক্ৰ সব, লাগিয়াছে ধূম। লুটিতে লাহোর দেন,হেনেরি হুকুম। প্রাণপণ হৃষ্টমন, সেনাগণ সাজে । মহাজাক ঘন স্থাক, জয়ঢাক বাজে । গ্রীকদেশ হয় শেষ, রণবেশ ধরে । চলে দল ধরাতল, টলমল করে। ধরাধর কেঁপে উঠে, ধরা নাহি রয় । গেল বিপক্ষের ভয়, গেল বিপক্ষের ভয়। শতলজ পার হলো, শীক সমুদয় । রণে ব্রিটিসের জয়, রণে ব্রিটিসের জয় ॥