পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩২ কৰিতাসংগ্ৰহ । রোকে রোকে রুকেছিল, হাতে হাতে ঠুকেছিল, বুকেছিল লুটিতে লাহোর । কোপে গুলি ছুড়েছিল, তোপে ধুলি উড়েছিল৮ জুড়েছিল আকাশ পাতাল । শীকমুণ্ড উড়েছিল, . দাড়ি গোপ পুড়েছিল, খুঁড়েছিল ধরি তরবাল । শত্রুদল হটেছিল, • দেশে দেশে রটেছিল, চোটেছিল মহিষীর মন । দুঃখে বুক ফেটেছিল, নাক কাণ কেটেছিল, এটেছিল কৱিস্ক শাসন ৷

:

খ্যা লাড ধন্য ভূমি, ফিরোজপুরের ভূমি; শীক রক্তে প্রবাহিত নদী। এক হস্তে এ প্রকার, না জানি কি ছোতো আর; দুই হস্ত প্রাপ্ত হতে যদি ৷ যুদ্ধে বুদ্ধে আপনার সমতুল্য কোথা আর; মহিমার নাহি হয় শেষ । ডিউকের হয়ে পার্টি, বধ করি বোনাপাটি, রেখেছিলে ব্রিটেনের দেশ ।