পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্রহ। a.8○ কৃলে চলে জলে তরি, ধুম্ৰযোগে টান । এক এক জাহাজেতে, হাজার কামান ॥ হোয়েছেন কমন্ডোর, সবার প্রধান । কোনরূপে বিপক্ষের, নাছি আর ত্রাণ ॥ জলে স্থলে আগে তিনি, হলে আগুয়ান । কোথা রবে মগেদের, বগমারা বাণ ? লাফে লাফে বীরদাপে, খন্দ আন সান । পাতালেতে বাসুকির, দেহ কম্পবান ॥ রেঙ্গুণের গবানর, হবে হতমান । আসিবে শিকল পায়ে, হরে বঁদিয়ান ॥ হোরা দিয়া গোরা সব, খেতে দিবে ধান। অথবা করিবে তার, দেহ খান খান ॥ কি করে আবার রাজা, যুবা জাম্বুবান । ভাগ্যের দিবস তার, হয় অবসান । ইংরাজ সহিত রণে, পাইবে অাসান । ভেক হয়ে ধরিয়াছে, ভুজঙ্গের ভান ॥ ক্ষণ মাত্র নাহি করে, মনে প্রণিধান । কেমনে হইবে রক্ষা, জাতি কুল মান ॥ শোভা পেতে হোলে পরে, সমান সমান । পৰ্ব্বতের সহ কোথা, তৃণের প্রমাণ ? বনীরূপে রবে কিন্তু, যাবেনাকে প্রাণ । “বেণ্ডিমেন্স লেণ্ডে” পাবে বসতির স্থান ।