এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
Հ88 কবিতাসংগ্ৰহ । সেখানে খ্ৰীষ্টান হেীয়ে, টেকির প্রধান। মেকির নিকটে লবে, ধর্মের বিধান ॥ ধরাইয়া হাতে হাতে, করাইবে পান । মেকাই একাই তারে, করিবেন ত্রাণ ॥ অনল উঠিল জোলে, কে করে নিৰ্ব্বাণ । সে অনলে অনেকেই, পাইবে নিৰ্ব্বাণ ॥ ব্রিটিস নিকটে তথ, মগের প্রতাপ । জলন্ত আগুনে যথা, পতঙ্গের ঝ"াপ ॥ ফণি ফণা তুচ্ছ করি, কুচ্ছ বহুতর । ভেক লয়ে ভেক ডাকে, গ্যাঙ্গর গ্যাঙ্গর ॥ হোতে চায় করী সম, স্বরূপ শূকর । তুরগের খরগতি, ইচ্ছা করে থর ॥ দেখিয়া রবির ছবি, নাচিছে জোনাকী । বকের বাসনা বড়, বধিতে বাসকণী ॥ শূনীস্থত মিছে কেন, করিছে আক্রম । হরি কি ধরিতে পারে, হরির বিক্রম ভীরু ফেরু রব করি, জয় করে হরি । হরিবোল, হরিবোল, হরিবোল হরি ॥ ইংরাজে করিবে দূর, কদাকার মগে। কোথায় লাগেন, “বগা বাঙ্গালের লগে ॥”