পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Հ8Ե কবিতাসংগ্ৰহ । চল হে চল, লইব জল । কি ছল ছল, কি বল বল ॥ আমি হে সতী, নব যুবতী । আয়ান পতি, দুর্জন অতি ॥ না জানে প্রম, মনের ভ্ৰম । ননদী মম, সাপিনী সম ॥ ননদী-ডরে, শরীর জ্বরে । থাকিতে ঘরে, পাগল করে ॥ সরল নহে, স্বভাবে রহে । কুকথা কহে, জীবন দহে ॥ আপন বলে, কুপথে চলে । কথার ছলে, অসতী বলে ॥ বাকা ত্রিভঙ্গ, কর কি রঙ্গ । ছাড় হে সঙ্গ, রোনা অঙ্গ। তব বচনে, প্রেম রচনে । গোপিনীগণে, হাসিছে মনে ॥ বিনতি করি, চরণে ধরি । কি কর হরি, সরমে মরি ॥ পাপ আয়ানে, শুনিলে কাণে । গঞ্জনা-বাণে, বধিবে প্রাণে ॥ তুমি গোপাল, পাল গোপাল । প্রণয় আল, কেন হে জাল ॥