পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্ৰহ | ミQ○ নিজ ভাবে ভাব হয়, যখন প্রকাশ । মানুষের মনে কত, বাড়ায় উল্লাস ॥ অভিপ্রায় সঙ্গে তার, সৰ্ব্বক্ষণ থাকে । তাই ভাব নিজ ভাব, স্থির ভাবে রাখে ভাবেতে অনেক হয়, ছখের উদয় । পুনৰ্ব্বার সেই দুখ, ভাবে হয় লয় ॥ বুঝিলে নিগুঢ় ভাব, অভিপ্রায় হাসে । সন্তোষ-সাগরে মন, একেবারে ভাসে ॥ কৰ্ম্ম, মন, বাক্য তিন, লুপ্ত এক ঠাই । অখণ্ড ঈশ্বরানন্দ, ধ্বংস তার নাই ॥ হাস্য | রসময় বিধাতার, বিচিত্র কৌশল । স্বজিলেন “মুখ” রূপ, ভাবের মণ্ডল ৷ সুরাগ বিরাগ অাদি, মানস আভাস । হয় এই ভাবাকর, বদনে বিকাশ ৷ এই মুখ-ভঙ্গিভরে, ভ্রান্ত যত লোক । কোথায় উদয় সুখ, কোথা উঠে শোক ॥ অানন কানন সম, ভাব তাহে শোভা । কতু নিরানন্দকর, কৰ্ভু মনোলোভা ৷ २२