পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্ৰহ । নাহি মানে কালাকাল, চিরকাল সুখে কাল কাটে হে । একভাবে সদা আছে, ভৈরব বেতাল পাছে, তাল দেয় কাছে কাছে, তালে তালে নাচে নানা ঠাটে হে ॥ একি পাপ পাই তাপ, ভূষণ বনের সাপ, কোথা মাতা কোথা বাপ, ভাই বন্ধু সব বুঝি মোরেছে। গৃহযোত্র গোত্র গাই, কিছুর ঠিকানা নাই, বিষয়ের মধ্যে ছাই, একেবারে তাই সার কোরেছে। পরিধান ব্যাঘ্রছাল, শিরে কটা জটাজাল, চক্ষু লাল মহাকাল, আপনি বাজয় গাল মুখে হে। দারুণ পাগল শূলী, স্কন্ধেতে ভিক্ষার ঝুলি, দুহাতে মড়ার খুলি, আগম নিগম পড়ে মুখে হে ॥ কি বলিব বিধাতায়, বিড়ম্বিল জামাতায়, so ভাসাইল দুহিতায়, দারুণ দুঃখের সিন্ধুজলে হে । পিতামহ বল যারে, পিতামহ বলে তারে, ধিক্ ধিক্ দেবতারে, 家S》