এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কবিতাসংগ্ৰহ । २१> অদ্যাবধি মদ্যমাত্র, পানীয় প্রধান । बिनाखन थाना भाय्क, नना दिनामनि ॥ এমন মধুর স্বরা, নাহি চায় মন । যদি পাই প্রণয়ের , প্রথম চুম্বন ॥ অমল কমল সম, কবিতার শোভা । ভাবুকের মন তাহে, মত্ত মধুলোভা । দুগ্ধপানে মুগ্ধ যথা, ভাবকের মন । কবিতায় তৃপ্ত তথা, হয় সৰ্ব্বজন । যাহার প্রসাদে পরিহত, পুত্ৰশোক । পুলক আলোক পায়, ভাগ্যহীন লোক হেন কবিতার শক্তি, নাহি প্রয়োজন । যদি পাই প্রণয়ের, প্রথম চুম্বন ॥ গলকুও দেশে আছে, হীরক-আকর । রজত কাঞ্চনময়, সুমেরু শেখর ॥ নানা রত্ন পরিপূর্ণ, রত্নাকর জলে । গজমুক্ত মুল্যযুক্ত, অনেক সিংহলে ॥ । • কুবের লইয়া যদি, এই সমুদয় । আমারে প্রদান করে, হইয়া সদয় ॥ ক্ষেপণ করিব দূরে, প্ৰহারি চরণ। যদি পাই প্রণয়ের, প্রথম চুম্বন ॥