পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্ৰহ 일 এমন না হলে পরে, দেখা দিত ফিরে । আমারে ভাসাবে কেন, নিরাশার নীরে ? প্রণয়ের লক্ষ্যে সেই, করে যার আশা । সে বুঝি দিয়াছে তারে, হৃদয়েতে বাসা ॥ আশা দিয়ে বাসা দিয়ে, রাখিয়াছে বেঁধে । আমার ভাবিয়া আমি, বৃথা মরি কেঁদে ॥ বুঝেনা অবোধ মন, প্রবোধ না মানে । আমার বলিয়া তারে, নিতাস্ত সে জানে ॥ সবে তার এক মন, এক ঠাই বাধা । ভ্ৰমেতে আমার মনে, লাগিয়াছে ধাধা ॥ হোক হোকৃ তার হোক, সুখী আমি তাতে । আমারে ফেলিল কেন, নিরাশার হাতে ? যদি না আসিবে সেই, বাধাপ্রেম ছেড়ে । ছলেতে আমার মন, কেন নিলে কেড়ে ? যখন বিরলে সেই, বোসে রবে এক । এই কথা বোলো তারে, হলে পরে দেখা ৷ বিধিমতে তোমার, মঙ্গল যেন হয় । মঙ্গল তোমার পক্ষে, এ পক্ষেতো নয় ॥ ইঙ্গিতে বলিবে সব, যে মুখেতে আছি । ছাড়া হয়ে কাড়ামন, ফিরে পেলে বাচি । বুঝায়ে বলিও তারে, অতি ধীরে ধীরে । একবার দেখা দিয়ে, মন দেয় ফিরে ॥ 글8