এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কবিতাসংগ্ৰহ । పికని চাতকের ভাব যথা, জলদের প্রতি । সেরূপ রাজার ভাব, আমাদের প্রীতি ॥ যাহাতে দেশের সুখ, চিস্তা করি তাই । শুধু সুবিচার চাই, শুধু সুবিচার চাই । আমাদের মনে আর, অন্য ভাব নাই ॥ শুধু সুবিচার চাই ॥ gسسسسسس-- চারিদিকে যুদ্ধের, অনলরাশি জলে । নিৰ্ব্বাণ করহ বিভু, সন্ধিরূপ জলে ॥ রণরঙ্গে প্রাণী নাশ, বিষাদের হেতু । বিবাদ-সাগরে বান্ধ, ঐক্যরূপ সেতু ॥ সন্ধিযোগে দান কর, শাস্তিগুণ রস । পৃথিবীর লোক যত, প্রেমে হবে বশ ॥ প্রশংসা পুষ্পের গন্ধ, যাবে সব ঠাই । শুধু সুবিচার ੋਵੋ, শুধু সুবিচার চাই ॥ আমাদের মনে আর, অন্ত ভাব নাই ॥ শুধু সুবিচার চাই ॥ .পরিবর্ত কর সব, নিয়মের দোষ । যাহাতে হইবে বৃদ্ধি, প্রজার সন্তোষ ॥ জন্ম কৰ্ম্ম ধৰ্ম্ম রীতি, জাতি আর দেশ । কোন রূপ কোন পক্ষে, নাহি থাকে দ্বেষ ॥