এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
રન્સ কবিতাসংগ্রহ । মধুকর দলে দলে, সেই কলি দলে দলে, 蕩 舉 聯 মোহিত মধুর রসে, উড়ে গিয়ে ফুড়ে বসে, এক ছেড়ে ধরে গিয়া অার । মধুলোভী মধুব্রত, পাইয়াছে সদাব্রত, লুটিতেছে মধুর ভাণ্ডার ॥ কবি । চিত্ৰকরে চিত্র করে, করে তুলি তুলি । কবিসহ তাহার তুলনা, ক্লিসে তুলি ? চিত্রকর দেখে যত, বাহ্য অবয়ব । তুলিতে তুলিয়া রঙ্গ, লেখে সেই সব ॥ ফলে সে বিচিত্র চিত্র, চিত্র অপরূপ । কিন্তু তাহে নাছি দেখি, প্রকৃতির রূপ ৷ চারু বিশ্ব করি দৃশ্য, চিত্রকর কৰি । স্বভাবের পটে লেখে, স্বভাবের ছবি । কিবা দৃশ্য কি অদৃশ্য, সকলি প্রকট । অলিখিত কিছু নাই, কবির নিকট ॥