এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
মাতৃভাষা। মায়ের কোলেতে ওয়ে, উরুতে মস্তক ধুয়ে, খল খল সাহাস্য বদন। অধরে অমৃত ক্ষরে, আধো আধো মৃদুস্বরে, আধে আধো বচনরচন। কহিতে অন্তরে আশা, মুখে নছি কটুভাষা, ব্যাকুল হোয়েছ কত তায় । মা-স্মা-মা-মা-বাবা বা-বা, আবে, আবে, আবা, আবা, সমুদয় দেববাণী প্রায় ॥ ক্রমেতে ফুটিল মুখ, উঠিল মনের সুখ, একে একে শিখিলে সকল । মেসো, পিশে, খুড়া, বাপ, জুজু, ভূত, ছুঁচো, সাপ, স্থল, জল, আকাশ, অনল ॥ ভাল মন্দ জানিতেন, মলমূত্র মানিতেন, উপদেশ শিক্ষা হোলো যত ।