পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

abrb" কবিতাসংগ্ৰহ ।


দিন গত হয় ক্রমে, কেন আর ভ্রম ভ্ৰমে,
স্থির প্রেমে কর অবধান। রাস করি এই বর্ষে, এই ভাবে এই বর্ষে,
হর্ষে কর বিভুগুণগান ৷ উপদেশ বাক্য ধর, দেশে কেন দ্বেষ কর,
শেষ কর মিছে সুখ-আশা। তোমার যে ভালবাসা, সে হোলনা ভালবাসা,
আর কোথা পাবে ভালবাসা ? এ বাসা ছাড়িবে যবে, আর কি হে আশা রবে ? প্রাপ্ত হয়ে আশ্বা-নাশা বাসা ।
কেরা আর পায় দেখা, এলে একা, যাবে এক, পুনৰ্ব্বার নাহি আর আসা ।
সমাপ্ত ।