ঈশ্বরচন্দ্রগুপ্তের জীবনচরিত ॥ ৬১ সেই বাতাসে জীবন প্রাপ্ত ও বঙ্কিত। অতএব ঈশ্বর গুপ্তকে আমরা অনায়াসে একটু খানি মার্জন করিতে পাf", আর একটা কথা আছে। অশ্লীলতা সকল সভ্যসমাজেই ঘৃণিত। তবে, যেমন লোকের রুচি ভিন্ন ভিন্ন, তে ণ দেশভেদেও রুচি ভিন্ন ভিন্ন প্রকার। এমন অনেক কথা আছে, যাহা ইংরেজের অশ্লীল বিবেচনা করেন, আমরা कन्नेि न । श्रांवॉङ्ग ७मन आtनक $५: चाटई, शृॉश्† आॉभद्रt অশ্লীল বিবেচনা করি, ইংরেজেরা করেন না। ইংরেজের কাছে, প্যানটালুন বা উরুদেশের নাম অশ্লীল—ইংরেজের মেয়ের কাছে সে নাম মুখে আনিতে নাই। আমরা ধুতি, পায়জামা বা উরু শব্দগুলিকে অশ্লীল মনে করি না। মা, ভগিনী বা কন্যা কাহারও সম্মুখে ঐ সকল কথা ব্যবহার করিতে আমাদের লজ্জা নাই। পক্ষান্তরে স্ত্রীপুরুষে মুখচুম্বনট আমাদের সমাজে অতি অশ্লীল ব্যাপার। কিন্তু ইংরেজের চক্ষে উহা অতি পবিত্র কার্য্য-মাতৃপিতৃ সমক্ষেই উহা নির্বাহ পাইয় থাকে। এখন আমাদের সৌভাগ্য বা দুর্ভাগ্য ক্রমে, আমরা দেশী জিনিষ সকলই হেয় বলিয়। পরিত্যাগ করিতেছি, বিলাতি জিনিষ সবই ভাল বলিয়া গ্রহণ করিতেছি। দেশী স্বরুচি ছাড়িয়া আমরা বিদেশী মুরুচি গ্রহণ করিতেছি। বাঙ্গালী এমনও আছেন, যে র্তাহাদের পরস্ত্রীর মুখচুম্বনে আপত্তি নাই, কিন্তু পরস্ত্রীর অনাবৃত চরণ " আলতাপুর মলপর পা । দর্শনে বিশেষ আপত্তি। ইহাতে ( 5 )
পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৭৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।