পাতা:উড়িয়া স্বতন্ত্র ভাষা নহে.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৩৩ ) দেখা যায় ; যথ। চট্টী “কোলেতে করিয়া ছেলি পীর করি যান ”, এই শব্দের অন্তর্গত ল’ নিতান্ত দক্ষিণে ভূ-বৎ উচ্চারিত হয়। একই কথা 'ড়-লয়ে রভেদঃ ”। মাকড়-বনের বা মৰ্কট , উহা মৰ্কট শব্দেরই অপভ্রংশ; এখন ও বিশুদ্ধ বাঙ্গালাতে মৰ্কট শব্দের ন্যায় মাকড় শব্দের প্রয়োগ আছে, যথা ; “ কোন কৰ্ম্মের নয় মাকড় টেনে টেনে ছেড়ে কাপড় ”। মুড়–মস্তক ; বিশুদ্ধ বাঙ্গালীয় বাঙ্গালার অনেক স্থলে সচরাচর কথায় ঐ মুড় বু! মোড় শব্দের প্রয়োগ শুনা যায়; যথা ‘বাঁশের মুড়’ , ‘মাছের মুড়'; ‘ঘাড় মোড় ভাণ্ডিয়া জ্বর অসিয়াছে’ ইত্যাদি। টঙ্কা-টঙ্ক শব্দের অপভ্রংশ ; শুভঙ্কর টঙ্কাকে তস্ক। শব্দে ব্যবহার করিয়া গিয়াছেন ; সচরাচর কথায় উহাকে টাকা কছে; বিশুদ্ধ বাঙ্গালার স্থানেও পূৰ্ব্বে টঙ্কা শঙ্গের ব্যবহার ছিল, যথা, “বেশ্য ছুয়ারে টঙ্ক টঙ্ক, দেবদুরারে নব ডঙ্কা”। বাহুড়া-উল্টা ; বাঙ্গাল রামায়ণ, মহাভারত প্রভৃতি সকল গ্রন্থেই বাহুড়ী ও বাহুড়িয় শব্দের অনেক প্রয়োগ আছে। খণ্ড-খাড়া এক্ষণ বিশুদ্ধ বাদুলায় খণ্ডশব্দের প্রয়োগ হয় না বটে,কিন্তু পূৰ্ব্বে ঐ শব্দই ব্যবহৃত হুইত, তাহার প্রমাণ রামায়ণ গ্রন্থে ভূরি ভূরি স্থলে পরিদৃষ্ট হয়, যথা: “খণ্ড। খরশাম টাঞ্জী অভি ভয়ঙ্কর” ইত্যাদি। পশে–প্রবেশ করে ; পশিল ৰ পশে এইরূপ শব্দ সর্বদাই বাঙ্গাল কবিড়ায় দৃষ্ট হয়; যথা মাইকেল-কুভ মেঘনাদ-বধ কাব্যে “ আসি লক্ষণ পশিল রক্ষঃপুরে ” ইত্যাদি। ... "