( 8 १ ) লেতেও অবিকল প্রচলিত দেখা যায় । যে ষে শব্দ বর্বদা গার্হস্থ্য কথায় ব্যবহৃত সেই সেই শব্দ কৃষক rভূতি সৰ্ব্বপ্রকার ব্যবসায়ী লোকের সুবর্ণরেখার ক্ষিণে ও উত্তরে সর্বদাই একভাবে অবিকৃত রূপে েিয়াগ করিয়া থাকে। যদি উভয়ত্র অশিক্ষিত লোকদগের মধ্যেও একবিধ শব্দ প্রচলিত রছিল, তাছ ইলে কি সুবর্ণরেখার দক্ষিণের ভাষাকে বিভিন্ন ভাষা ড়িয়া কহ। যাইতে পারে ? সুবর্ণরেখার দক্ষিণে কথিত ভাষার পুরুষ, কারক ও ক্রিয়া বিষয়ক সমালোচনা । পুরুষ । অম্মদ, যুযুদ, ও তদ্ বা ইদম শব্দ উত্তম, মধ্যম, ও প্রথম পুৰুষ বোধক । - এককচন 曾 বহুবচন উত্তম পুৰুষ আস্তুে অণম্ভেমালে মধ্যম পুৰুষ <3びS ওত্তেমানে প্রথম পুৰুষ সে, বা এ সেমানে বt এমশলে ষেরূপ বিশুদ্ধ বাঙ্গালায় অমি, তুমি, তিলি, বা মে, অথবা এ, ও ইহাদের বহুবচনে আমরা, তোমরা, তাহারা বা ইহার হয়, সেইরূপ বাঙ্গ{লার অপরং উৎকল প্রদেশে তৎপরিবর্তে উপরি লিখিত রূপ ব্যবস্থার করিতে দেখা যায়। প্রথম পুৰুষের এক বচ
পাতা:উড়িয়া স্বতন্ত্র ভাষা নহে.djvu/৫৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।