পাতা:উড়িয়া স্বতন্ত্র ভাষা নহে.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8 × ) অন্যান কতিপয় স্থানের ন্যায়, ব্যবহৃত হয় এবিষয়ের পূৰ্ব্বে সমালোচন করা গিয়াছে, বাঙ্গাল ও উড়িয়া বিভিন্ন ভাষা নহে এই শীর্ষক প্রস্তাবট পঠিত হইলেই বিলক্ষণ হৃদয়ঙ্গম হইবে । সুবর্ণরেখার দক্ষিণে কারকগত কিঞ্চিৎ বিভিন্নতা ও দেখা যায় । কু, ৰু, র (স্বরান্ত), রে বা এ এই চারিটী কৰ্ম্ম, অপাদাম, সম্বন্ধ ও অধিকরণ কারকের চিহ্ন স্বরূপ শব্দের অন্তে সচরাচর প্রযুক্ত হইয় থাকে উড়িয়ায় গৃহস্থী, গৃহক, গৃহর ও গৃহুরে বা গৃহে যলিলে, বিশুদ্ধ বাঙ্গালীয় গৃহকে, গৃহ হইতে, গৃহের, ও গৃহে এইরূপ বুলায়। দক্ষিণের কথিত ভাষায় কৰ্ম্মকারকের ছিছ ‘কু’ ; বtঙ্গালার অন্যান্য প্রদেশের ইতর লোকেরাও বিশুদ্ধ বাঙ্গালীয় ব্যবহৃত ‘কের* পরিবর্তে কৰ্ম্মকারকে কুই ব্যবহার করে । দক্ষিণে সম্বন্ধ পদের চিহ্ন ‘র,” বিশুদ্ধ বাঙ্গালীতেও সম্বন্ধের ঐ চিহ্নই আবিকল ব্যবহৃত। দক্ষিণে অধিকরণের চিহ্ন রে’ বা ‘এ’। ‘এ’র বিষয়ে কিছুই বক্তব্য নাই, কারণ উহ। বিশুদ্ধ বা ক্ষণলারই অধিকরণ চিহ্ন ; ‘রে’ চিহ্নও দক্ষিণের ন্যায় বাঙ্গালীর অন্যান্য অনেক প্রদেশে অধিকরণ কারকে ৰ্যবহৃত হয়। ছিলেট প্রদেশে ঘররে’ চল এইরূপ প্রয়োগ করিয়া থাকে চণ্ডী গ্রন্থেও অধিকরণ কারকে রে’ চিহ্নের ব্যবহার দেখা যায়, যথা কোথাগো এমন বেশে ‘কোথরে সডলি” -ইত্যাদি । কৰ্ত্ত ও করণ কারকে, কি দক্ষিণাঞ্চল কি অন্যত্র, বাঙ্গালীর সর্বত্র সমাল, &