( ७२ ) সহিত বাঙ্গালীর কোন নাম ও উপাধির সাদৃশ্য মাই। ভৈলঙ্গীদিগের মাম ও উপাধি ৰাঙ্গাল মাম ও উপাধি হইভে সম্পূর্ণ পৃথক, বিশেষ আবার তৈলঙ্গীদিগের উপাধি মামের পূৰ্ব্বে থাকে । যথা নারিকেল মিল্লি জগেয়, কাকরপতি লছমনিয়া, আত্মকুরি নাম সেটা ইত্যাদি | এস্থলে লtfরকেল মিল্লি, কাকরপতি, অক্সিকুরি প্রভৃতি উপাধি গুলি পূর্বে ও জগেয়, লছমনিয়। প্রভূতি মাম পরে স্থাপিত অাছে। এতদার। স্পষ্ট বোধ হইতেছে যে, হিন্দুস্থানী ও তৈলঙ্গী ভিন্নজাতি বলিয়াই বাঙ্গালীদিগের মমি হইতে ঐরূপ পৃথক ভাব দৃষ্ট হয়। আর দক্ষিণাঞ্চলীয়ের সজাতি বলিয়াই বাঙ্গালীদিগের সস্থিত তাহদিগের নাম-গত কোন বৈলক্ষণ্য দৃষ্ট হয় মা । অতএব যথল উহার একজাতি, তখন ষে উছাদের ভাষাও এক হইবে তাছাতে অীর সন্দেহ কি ? উড়িয়া অভিধান । উড়িয়া এক পৃথক ভাষা বলিয়, সম্প্রতি কয়েক দিন হইল, উছাতে এক খানি অভিধান্স প্রস্তুত ছইয়াছে। যদি পৃথক ভাষাই ছয়, তাছা হইলে অবশ্যই ঐ অভিধানে অনেক ভিন্ন শব্দ পাওর যাইতে পারে ; ঐ শব্দ গুলি বাঙ্গল হইতে অনেক অংশে পৃথকও হইবে ইচ্ছ। আশা করা যাইভে
পাতা:উড়িয়া স্বতন্ত্র ভাষা নহে.djvu/৭৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।