পাতা:উড়িয়া স্বতন্ত্র ভাষা নহে.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ ৬৬ ) উড়িয়া অক্ষর । উড়িয়া অক্ষর বাঙ্গীলা অক্ষয় হইতে আপাততঃ পৃথক দেখিয়া অনেকেরই মনে এই এক সন্দেছ উপস্থিত হইতে পারে যে, যদি উড়িয় ভাষা পৃথক-ই না ছইবে তাহ হইলে কি কারণে ইহার অক্ষর পৃথক ছইল। বোধ কৰি এই অক্ষর মাত্রের বিভিন্নত দেখিয়া অসেকে দক্ষিণাঞ্চলের কথিত ভাষাকে উড়িয়া নামে এক স্বতন্ত্র ভাষা বলিয়া স্থির করিয়া রাখিয়াছেম । পুৰ্ব্বে যে কয়েক বিষয়ের সমালোচনা কর। হইয়াছে, বোধ করি তদার সহৃদয় মাত্রেরই মনে এই রূপ প্রতীতি জন্মিতে পারে বে উড়িয়াদের কথিত ভাষা বাঙ্গালীদের ভাষা হইতে পৃথক মহে ; অক্ষরের বিভিস্নতা আছে। কিন্তু বাস্তবিক তাছাও মহে। মতিলিবেশ পূর্বক নিম্নলিখিত যুক্তি ও উড়িয়াদের লিখনপ্রণালী বিচার করিয়া দেখিলেই এ সংশয়ও তাপনীত श्रे८बd প্রথমতঃ উড়িয়া অক্ষর গুলিকে লইয়া দেখা যাউক, উছার স্বয়ং স্বপ্রধান অক্ষর, কি বাঙ্গাল অক্ষরের সহিত ঐ সকলের একতা আছে। কিঞ্চিৎ নিবিষ্টচিত্তে বিৰেচনা করিয়া দেখিলে স্পষ্ট বোধ ছইৰে যে উড়িয়া < (ક) છે (કે) ઉં (૭) છે (કે) ૬ (ર) વ્ય (જ) ০ (ঘ) ? (ঙ) ১ (চ) 2 (জ) & (ট) ০ (ঠ) ও (ড)