পাতা:উদ্ভিদ্‌ তত্ত্ব.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> o উদ্ভিদ তত্ত্ব প্রথমে কীট দ্বারা পরাগবহন কিরূপে হয় তাহা দেখা যাউক । তদগ্ৰে পুষ্প পতাকার বিষয় বলা আবশ্যক। পুষ্পপতাক--নাম হইতে যেরূপ অনুমিত হয় কীট প্রলোভক পতাকার কাৰ্য্য করে। ভিন্ন ভিন্ন জাতীয় ফুলের পুষ্পপতাকার গঠন প্রণালী ভিন্ন প্রকারের। কোথাও এই পুষ্পপতাকার পুষ্পদলগুলি পরস্পর সম্বদ্ধ থাকে এবং নানা আকারের ও নানা রঙ্গের হয়, যথা :-বাটির দ্যায় ( ৭ সং ছবি ) ; ○ー>ーン \ ৯ সংছবি ঘণ্টার দ্যান্স (৮ সং ছবি ); চুঙ্গির ছায় (৯ সং ছবি ) ইত্যাদি। কোথাও বা পুষ্পদলগুলি অসম্বদ্ধ থাকে এবং তাঙ্কাদের সমষ্টির আকার অদ্ভুৎ হয়, যথা—বকফুল (১০ সং ছবি ) । - এই পতাকার রং এবং গঠনে আকৃষ্ট হইয়া কীটেরা ইহা দেখিতে আসে ও ইহার উপর বসে। কোন কোন ফুলের ভিতর (সাধারণতঃ পুষ্পপতাকার কোন স্থানে ) মধু সঞ্চিত থাকে। কীটের ঐ মধু খাইতে আসে। ফুলের এমনই গঠনপ্রণালী এবং এমনই স্থানে মধু থাকে যে কোন কীট ঐ ফুলে ৭ সংছবি ৮ লংছবি