পাতা:উদ্ভিদ্‌ তত্ত্ব.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* উদ্ভিদ তত্ত্ব । (চ) জটা-—( ৫৫ সংছবি )—ইহা শিষের রূপান্তর বিশেষ মাত্র। বৃন্তইনপুষ্প সমূহ লম্বমান শাখায় শ্রেণীবদ্ধ ভাবে প্রোথিত থাকে। (ছ) মোচাখ-( ৫৬ সংছবি )—ইহাও শিষের রূপান্তর বিশেষ। পুষ্প দেশীয় কাণ্ড পুরু এবং মাংসল হয় ( খ ৫৬ সংছবি ) এবং মুখপত্রগুলিও পুরু, ংসল এবং খুব বড় হয় (ক, ৫৬ সংছবি ) । মুখপত্রকোণে বৃন্তহীন পুষ্প গুচ্ছ সন্নিবিষ্ট থাকে ( প, ৫৬ সংছলি ) । কলা, সুপারি, নারিকেল প্রভৃতির ফুল এইরূপে সন্নিবিষ্ট । (জ) কোচু৩—( ৫৭ সংছবি ) । ইহা মোচার রূপান্তর বিশেষ । ইহার একটিমাত্র মুখপত্র ( ক, ৫৭ সংছবি ) । ঐ মুখপত্রের নিম্নাংশ ভাড়ের মতন ( ভ, ৫৭ সংছবি ), উহার ভিতর অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ফুল পুষ্পদেশীয় কাণ্ডের উপর সজ্জিত থাকে ( ফ, ৫৭ সংছবি ) । এই মুখপত্রের গঠনপ্রণালী এরূপ যে ইহার ভাড়াকৃতি নিম্নাংশ সৰ্ব্বদাই বন্ধ থাকে। পুষ্পবাহী কাণ্ড ভাড়ের ভিতর হইতে বাহির হইয়া মুগুরের দ্যায় একটি অনুবন্ধ হইয়া থাকে অ, ৫৭ সংছবি ) । (ঝ) ডুমুর —( ৫৮ সংছবি ) । ইহাতে মৃগপত্র বা পুষ্পবৃন্ত কিছুই নাই। পুষ্পদেশীয় কাগুশির স্ফীত হইয় একরূপ ঘটির দ্যায় আকার ধারণ করে এবং ইহার ভিতরকার গাত্রে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ফুল অতি ঘন সন্নিবিষ্ট থাকে। ক্ষণোচ্চগামী পুষ্প-সন্নিবেশ ঃ —এই প্রণালীর পুষ্প-সন্নিবেশে পুষ্প দেশীয় কণ গুশিরের উদ্ধগতি শীঘ্র অবরূদ্ধ হয় এবং একটি ফুলের দ্বারা উহার সমাপ্তি হয়—অর্থাৎ উহার উদ্ধদিকের বাড় বন্ধ হইয়া যায় এবং কাণ্ডশির একটি ফুল বহন করে । ঐ কাগুশির কিছু নিম্নস্থ মুখপত্র কোণদ্বয় হইতে উভয় পাশ্বে পুষ্পবাহী শাখাদ্বয় বিস্তার করে—এই শাখাদ্বয়ের প্রত্যেকটি আবার স্বীয় মস্তকস্থ ফুলের কিছু নিম্ন হইতে ঐরুপ মুখপত্র কোণজ পুষ্পবাহী প্রশাখাদ্বয় লিস্তার করে—এবং এইরূপে এই প্রণালী চলিতে থাকে ( ৫৯ সংছবি ) । কোন কোন স্থলে দুইটি করিয়া শাখা প্রশাখা না হইয়া একটি মাত্র হয় ( ৬০ > 1 ebl–Catkin x ı çİ5–Spadix. 9 co-Arum. s į TSCHA JIH NGRŲ-Club shaped Appendage. • go—Hypanthodium.