পাতা:উদ্ভিদ্‌ তত্ত্ব.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 o উদ্ভিদ তত্ত্ব । পুষ্পের কুঁড়ি অবস্থায় অভ্যন্তরস্থিত কোমলতর পদার্থগুলিকে বৃষ্টি ও রৌদ্র হইতে রক্ষা করা । পুষ্পপতাকার কার্য্য কীটপতঙ্গদিগকে আহবাণ করা। কেশরগুলির কার্য্য পরাগ স্বজন করা এবং বীজকোষের কার্য্য ডিম্ব স্বজন করা । উদ্ভিদের পুষ্পোৎপাদনের উদ্দেষ্ঠ বীজ স্বজন ও তদ্বারা বংশ রক্ষণ । এইবার পূৰ্ব্বোক্ত চারিটি থাকের প্রত্যেকটি দেখা যাউক — (১) পুস্পকোষ—ইহার পাপড়িগুলি পরস্পর অসংযুক্ত বা সংযুক্ত হইতে পারে। ইহার রং সচরাচর সাধারণ পত্রের ন্তায় সবুজ হয় এবং ইগর পাপড়িগুলির শিরা থাকে। যে পুষ্পকোষের পাপড়িগুলি অসংযুক্ত থাকে তাহাকে মুক্ত-পুষ্পকোষ’ বলে। এইপ্রকার পুষ্পকোষ মূল, তলিচাপা প্রভৃতি ফুলে দেখা যায় (প, ৬১ ও প, ৬২ সংছবি ) ৬১ সংছবি なイ ৬২ সংছবি প—অসংযুক্ত পাপড়। প—অস যুক্ত পাপড়ি। যে পুষ্পকোষের পাপড়িগুলি পরস্পর অল্পবিস্তর সংযুক্ত থাকে তাহাকে বদ্ধ-পুষ্পকোষ ২ বলে। বদ্ধ-পুষ্পকোষের আকৃতি নানারকমের হয়। জবা ফুলের পুষ্পকোষ প্রায় ঘণ্টার মত ( ৬৩ সংছবি । ইহার গোড়ার চারিদিকে কতকগুলি মুখপত্র বেষ্টন করিয়া থাকে তাহাকে উংপুষ্পকোষ বা বেষ্টনীও > 1 No-ocoto-Polysepalous Calyx. « I Tā-osoit Ftą –Gamosepalous Calyx. o eso rico R. Rl crè—Epicalyx or Involucre.