পাতা:উদ্ভিদ্‌ তত্ত্ব.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ পরিচ্ছেদ । ৬৭ প্রত্যেক জীবানুর আপনার স্বতন্ত্র কঙ্কাল আছে—উহা জীবানুর বহিঃস্থ অংশ মাত্র—ঐ অংশ অতি সূক্ষ্ম ত্বকের দ্যায়। প্রকৃতপক্ষে উদ্ভিদের কঙ্কাল বলিলে উদ্ভিদদেহগঠনকারী ঐ বহুসংখ্যক জীবানুর প্রত্যেকটির কঙ্কাল অর্থাৎ সূক্ষ্ম ত্বক বুঝায়। কোন কোন উদ্ভিদের শিরাগুচ্ছগুলি শিরাসংখ্যায় এবং আয়তনে বদ্ধিত হইতে থাকে এবং ক্রমে কাণ্ডের মধ্যস্থল অতি ঘনসন্নিবিষ্ট শিরাসমূহে পুরিয়া যায় ( ১০৩ সংছবি ) এবং এইরূপে ঐ কাণ্ড কাঠময় হয়। যত প্রকারের কাঠ আমরা দেখি সে সকলই এই শিরাগুচ্ছ হইতে উৎপন্ন হয়। শিকড়ের সূক্ষ্ম- গঠনও কাণ্ডের স্বাক্ষ গঠনের দ্যায় কিন্তু শিকড়ের শিরাগুচ্ছ সমূহ ভিন্নপ্রকারে সন্নিবিষ্ট । শিকড়ও কাণ্ডের ন্তায় কীয়ৎপরিমাণে कोश्चमग्न झ्म्न । ১০৪ সংছবিতে পত্রের স্বাক্ষ গঠন অঙ্কিত হইয়াছে। পত্র হক্টতে অতি পাতলা এক পগু টুকরা এড়োএড়ি কাটিয়া লওয়া হইয়াছে । ম চিন্ত্রিত অংশ পত্রের মধ্যশিরা। শ - অন্ত একটি শিরা গুচ্ছ । উ—পত্রের উপরিভাগ—অর্থাং যে দিক আলোর দিকে ফিরান থাকে। ন –নিম্নপৃষ্ঠ । না—একটি নাসারন্ধ । প--পাতার পুরুত্ব —অনুবীক্ষণের দ্বারা বড় দেপাইতেছে। পত্রের উপরিভাগের ঠিক নিচেই বহুসংখ্যক জীবানু অতি ঘনসন্নিবিষ্ট ভাবে সজ্জিত বহিয়াছে। এই সকল জীবানুর অভ্যন্তরে হরিৎকণিকা" সমূহ সজ্জিত থাকে। নিম্নপৃষ্ঠের ঠিক উপরেই জীবানু সমূহ ঘনসন্নিবিষ্ট নহে। ১০২, ১০৩ এবং ১০৪ সংছবিতে আ চিন্ত্রিত অংশের জীবানু সমূহ একই প্রকারে সজ্জিত ও দেখিতেও প্রায় একরকম । ইহা উদ্ভিদের চৰ্ম্ম বা ত্বকৃ• । এই ত্বকের কার্য্য অভ্যন্তরস্থিত জীবান্ত সমূহকে বায়ুস্থ অপকারি পদার্থ সমূহ হইতে রক্ষণ করা । প্রথম ভাগ সম্পূর্ণ। S zo—Cell wall. > 1 gossa–Microscopic structure. > 1 &fās `Eff*i-Chlorophyll. & I 5*i ai "E-Epidermis.