পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উ০৪ উপদেশ । হইলেন ; এই আমাদের অলৌকিক । যাহাঁদের জীবনে অলৌকিক ব্যাপার ঘটিয়াছে, জিজ্ঞাসা কর, তাহার বলিবে যে, লৌকিকতার ভিতরেই ঈশ্বর অলৌকিক ঘটান । এই নিমিত্তই বিধানকে বলা হয়, স্বৰ্গরাজ্য অবতীর্ণ। নিৰ্জ্জীব ধৰ্ম্ম সকল শক্তি প্রাপ্ত হইল, নিরাকার ঈশ্বর বিবেককে অবলম্বন করিয়া, অবতীর্ণ হইয়া, জীবকে উদ্ধার করিলেন। লৌকিক এবং অলৌকিক, স্বাভাবিক এবং অস্বাভাবিক স্বৰ্গীয় বিধানের এই তত্ত্ব ।