পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.،\S)** উপদেশ । শক্তিতে পরিচালিত করিতে পার না ? যদি না পার তবে কেন আমাদের প্রাণ আকাশের অনন্ত মূৰ্ত্তি দেখিয়া অনন্তের অন্বেষণে ব্যস্ত হয়, যদি না পার তবে কেন প্রভাতের স্থৰ্য্য দেখিয়া মন আনস্তের ভাবে ভাবুক হয় ? স্থলপদ্মের শোভা দেখিয়া সলিমানের সিংহাসন অপেক্ষ তাহার শত শ্রেষ্ঠত মনে হয় কেন ? হে অনন্ত মহান, তোমার শক্তিতে । আমরা আচ্ছন্ন। আমাদিগকেও তুমি শক্তি দিয়াছ । আমাদের সেই শক্তিকে সংসার হইতে, স্ত্রী হইতে, বিষয়বাসনা হইতে আকর্ষণ করিয়া । তোমাতে স্থাপন কর । তোমার শক্তি যেন কেবল তোমাকেই অন্বেষণ করে। আমাদিগকে যে আধ্যাত্মিক শক্তি দিয়াছ, তাহাকে অহঙ্কার হইতে টানিয়া লইয়া তোমার চরণপ্রান্তে স্থাপন কর। আমার চিন্তা, জ্ঞান, ভক্তি তোমাপ্রাপ্তি ভিন্ন আর কিছুই যেন কামনা না করে। তবেই এই লৌকিক জীব অলৌকিক হইয়া জীবে ব্রহ্মে যে মহাভেদ তাহ ভাঙ্গিয়া দিবে। হে পরমেশ্বর, এই ব্রাহ্মসমাজ অনেক আশা করিয়াছেন, তৎসমুদয়কে বজায় রাখিও । যাহার ভিতর যত কিছু আছে, সমস্ত একত্র করিয়া এই সমাজকে উদ্ধার কর, বলবান কর। আমরা অসাধারণ জীবন লাভ করিব বলিয়া তোমার আশ্রয় লইয়াছি। যাহাতে এই বাসনা পূর্ণ হয় এই আশীৰ্ব্বাদ কর । শ্ৰীপাদপদ্মে সকল আশা ভরসা। সমর্পণ করিয়া আশাভক্তিভরে বার বার তোমাকে নমস্কার করি । ,