পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম ও নীতি - ১৫ যায়, তাহার এই ভ্রান্তির জন্য সেই পুত্তলিকার স্তনে কখন তুগ্ধের সঞ্চার হইবে না 7 , এক মাত্র অদ্বিতীয় । ঈশ্বরই মুক্তি দান করেন, স্থষ্ট বস্তু কখনই নয় । এইক্ষণ প্রমাণিত হইল ঈশ্বর এক, তিনিমাত্র পরিত্রাতা, জগতের স্রষ্টা ও নিয়ন্ত । - - ধৰ্ম্ম এক ঈশ্বর যেমন এক, তাহার ধৰ্ম্মও এক জড়-জগৎ একবিধ ভৌতিক-নিয়মে নিয়মিত ও অনুশাসিত হইতেছে, অন্তর্জগৎও এক প্রকার ধৰ্ম্ম নিয়মের অধীন। সূর্য্যের উত্তাপে জল বাষ্প হইয়া আকাশে উঠিতেছে, সেই বাষ্প আবার শীতল বায়ু যোগে ঘনীভূত হইয়া বৃষ্টি রূপে পৃথিবী পৃষ্ঠে পতিত হইতেছে । পৃথিবী সূৰ্য্য হইতে আলোক উত্তাপ গ্রহণ করিতেছে ; বায়ু সৰ্ব্বত্র সঞ্চরণ করিয়া বেড়াইতেছে ; তাহাতে ধরণী উৰ্ব্বরতাগুণ প্রাপ্ত হইয়া ফল শস্য পুষ্প দ্বারা উদ্ভিদরাজ্যের শ্ৰীবৃদ্ধি সম্পাদন করিতেছে ; জীব সকল অন্ন জল উত্তাপ বায়ু গ্রহণ করিয়া জীবন ধারণ করিতেছে। পৃথিবীর সর্বত্র এই ভৌতিক নিয়মের একরূপ কাৰ্য্য। কখন কোথাও অন্যথা হয় না। শরীর ধারণ সম্বন্ধে যেমন একবিধ ভৌতিক নিয়ম, আত্মার . সম্বন্ধে ধৰ্ম্ম নিয়মও সাধারণ বিশেষ দেশ, কি বিশেষ