পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বৰ্গরাজ্য কাহাকে বলে ? 意監 কি রাত্রে, বিশেষতঃ রাত্রিকালে যে উদ্ধৃদিকে দৃষ্টি করে সে উপরের সমাচার প্রাপ্ত হয় । তদ্রুপ এই সংসারের ভিতরেও স্বৰ্গরাজ্যের কথা আসিতেছে । এই উৎসবের পূৰ্ব্বাস্তুে, এই শুভদিনে, বন্ধু বান্ধবগণের সহিত সম্মিলন কালে, স্বৰ্গরাজ্যের কথা মনে আসিতেছে । স্বৰ্গরাজ্য কাহাকে বলে ? কিসে স্বৰ্গরাজ্য হয় ? যেমন এই পাচটী ফুল একত্র সম্বন্ধ হইয়া সুন্দর ফুলের তোড়া হইয়াছে, যেমন পাচটা গাছ একত্র হইয়া একটা উদ্যান হয়, যেমন পাচটী মানুষ একত্র হইয় একটী পরিবার রচিত ও রক্ষিত হয়, এবং আনন্দ সুখ-শান্তিতে কাল যাপন করে ; তেমনি স্বৰ্গরাজ্য দশ জনের মিলনে হইয়া থাকে, যখন দশজনের হৃদয় মিলিয়া একাকার হয়, এবং সেই আকারের মধ্যে পরমাত্মার আকার দৃষ্ট হয়, তখনই আমরা স্বৰ্গরাজ্যের আভাস প্রাপ্ত হই । এই মিলন সম্পূর্ণরূপে অমিলনকে দূরীভূত করে ; ইহাতে একজনের জ্ঞানে দশজন প্রদীপ্ত হয়, এক জনের সুচরিত্রে দশজনের চরিত্রদোষ সারিয়া যায়, একজন শত জনকে এক জন করিয়া তুলে, এক অলক্ষিত তাড়িৎ প্রবাহে অনেক আত্মা মিলিত হইয়া অভিন্ন হয়, পরস্পরের সঙ্গে অভিন্ন হইয়া পরমাত্মার সঙ্গে অভিন্ন হয় । ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু মিলিয়া জলাশয় হয়, ক্ষুদ্র ক্ষুদ্র অগ্নিকণা