পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস १७ অনেক বৃদ্ধের বহুদৰ্শন ও পরিপক্ক বিবেচনা, অনেক বৈরাগী আত্মত্যাগীর কঠোর সাধনা, অনেক ব্রহ্মবাদিনী নারীর নিষ্ঠা, ভক্তি, পরসেবা, অনেক গায়কের মধুর কণ্ঠধ্বনি, অনেক উত্তেজিত হৃদয়ের আত্মভেদী প্রার্থনা, অনেক ধৰ্ম্মপ্রচারকদিগের প্রাণগত যত্ন, চেষ্টা, অনেক বিদেশীয়দিগের জীবনপ্রদ সহানুভূতি একীভূত হইয়াছে। এত প্রকার উপাদানে ব্রাহ্মসমাজ গঠিত। সঙ্গীত পুস্তক খুলিয়া দেখ পত্রে পত্রে ইহার সাক্ষ্য আছে। উপাসনার প্রণালী পরীক্ষা করিয়া দেখ উহ। এইরূপে উন্নতি প্রাপ্ত হইয়াছে। অনুষ্ঠানপদ্ধতি আলোচনা কর, উহা এইরূপে চলিয়া আসিতেছে। পবিত্র চক্ষুতে দেখিলে এখনও ইতিহাসে ব্যক্তিগত জীবনের পরিচয় প্রাপ্ত হইতে হয় এবং প্রত্যেক খণ্ডে জীবনদাতা অখণ্ড সচ্চিদানন্দের মহালীলা প্রমাণিত হয় । মানুষের ইতিহাস, ধৰ্ম্মের ইতিহাস ও জাতীয় ইতিহাসে ইতিহাসে বিভেদ থাকে না । যে ধৰ্ম্মের এমন আশু উন্নতি হইল, যাহাতে মানুষের এমন আশ্চৰ্য্য বিকাশ হইল, আশার অতীত নানা ঘটনা হইল, ইহার অবতারণা ও অগ্রসরগতিতে পরমেশ্বরের মহা বিধান, যুগযুগান্তব্যাপী মহা অভিপ্রায় প্রত্যক্ষ কর । আরও অগ্রসর হও, আরও উৎসাহিত হও, আরও উপাসনা কর, আরও ত্যাগ স্বীকার কর, পরস্পরের সঙ্গে আরও