পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

btァ উপদেশ স্বধাম, আপনার গৃহ এবং আপনার গৃহবাস সকলেরই অত্যন্ত প্রিয় বিষয় । আপনার ভগ্ন কুটীরে শাকান্ন ভোজন করিয়া তুমি যেমন প্রীতি পাইবে, অন্যের সুন্দর প্রাসাদে অমৃত পান করিয়াও তোমার তেমন তৃপ্তি হইবে না । তোমার নিকটে স্বৰ্গধাম এই প্রকার প্রিয়তম হউক । আবার দেখ পৃথিবীর এই গৃহ, যেখানে চোরে চুরি করিতে পারে, কালের আঘাতে যাহা নিয়ত ভগ্ন হইতেছে, সেই গৃহবাস যদি এত ~প্রিয়তম হয়, তবে যে গহ দেবতাদের নিৰ্ম্মিত, যাহাতে কোন প্রকার ভয় ভাবনা নাই, কখন যাহা ভগ্ন হইবে না, অনন্ত কাল যাহাতে শান্তি স্থখ ভোগ করিবে, সেই গহ তোমার কত শতগুণে প্রিয়তম হওয়া উচিত । আরও দেখ পৃথিবীর সুন্দর ধৰ্ম্ম মন্দির, শত যত্ন করিলেও রক্ষা করা যায় না । বৌদ্ধধৰ্ম্মের বিস্তারের সঙ্গে সঙ্গে সিংহলে, জাপানে, চীনে, তাতারে, কত পাহাড় কাটিয়া কত সুন্দর মন্দির নিৰ্ম্মিত হইল, আজ তাহার অনেক বিচূর্ণ হইয়াছে ; কিন্তু শাকের সেই নিৰ্ব্বাণ বৈরাগ্য শান্তি আর ভগ্ন হইল না । রোমের পরম সুন্দর ধৰ্ম্মমন্দির সমস্ত তাহিবর নদীগর্ভে বিলীন হইয়াছে ; কিন্তু ঈশার প্রেমগহ খৃষ্ট জগতের পরম