পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

な》8 উপদেশ আদর করিতেছি । মাতৃক্রোড় হইতে বিচ্ছিন্ন হইয়৷ অজানিত ভবপ্রান্তরে বেড়াইতেছি । আমরা আশাধারী হইয়া কত মণ্ডলীতে, কত মন্দিরে প্রবেশ করিলাম, তোমার এই বিস্তীর্ণ পৃথিবীতে এই আকাশের সীম। হইতে সীমান্ত ভ্রমণ করিলে কি হইবে, যদি তোমার গৃহ দেখিতে না পাই, এবং আমার স্ব-ধাম অমৃত নিকেতন দেখিতে না পাই, চিনিতে না পারি ? যোগীর পর ভক্তি, জ্ঞানী জনের অভ্রান্ত জ্ঞান, ধৰ্ম্মের জন্ত নিপীড়িত জনেয় সহগুণ ও কৰ্ম্ম কুশলতা, কে আমাদিগকে দিবে ? : তোমার মনোনীত গৃহ দেখাও, কোথায় আমাদিগকে স্থান দিবে দেখিতে দাও যুগধৰ্ম্ম নিকেতনে তোমার সন্তানগণকে কত জ্ঞানের অন্ন, কত প্রেমেরজল বিতরণ করিতেছ, আমরা কি বাহির হইতে কান্দিয়া ফিরিয়া যাইব ? হে পিতা কাতর প্রাণে এই ভিক্ষা করি আমাদিগকে বিদেশের প্রলোভন হইতে উদ্ধার করিয়া তোমার অমর নিকেতনে লইয়া যাও । আমরা আশা পূর্ণ প্রাণে, ভক্তির সহিত তোমাকে বার বার নমস্কার করি } শান্তিঃ শান্তিঃ শান্তিঃ }