পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У о о উপদেশ দিন দৃঢ় হইয়া উঠে । সে নিত্যধামে পরম সৌভাগ্য উপার্জন করে । ভগবানের দ্বারে বলিদানের এইরূপ প্রথা । ক্ষতিতেই লাভ, দানেই সঞ্চয়, অপমানেই গৌরব, মৃত্যুতেই অমৃত । অতএব হে অলস মন, হে অৰ্দ্ধবিশ্বাসী হৃদয়, এই ধৰ্ম্মক্ষেত্রে মহাবলিদানে প্রস্তুত হও । মহাশক্তি জগদম্বা তোমাকে লইতে আসিয়াছেন । তোমার পরিশ্রমকে দ্বিগুণ করিবার জন্ত, তোমার দেহ মনের সকল শক্তিকে র্তার নিজ কায়ে উৎসর্গ করিবার জন্য, তোমার মরণশীল জীবনের বিনিময়ে অক্ষয় জীবন দিবার জন্য তিনি আসিয়াছেন । বন্ধুগণ এইজন্য অগ্রসর হও । কি জানি কখন কি হইবে ? আজ এই উৎসব করিয়া উৎসাহ শেষ হইল না, আদ্যকার আনন্দে সকল আনন্দ ফুরাইল না, অদ্যকার কায্যে সকল ব্ৰত উজ্জাপন হইল না, ইহার পর অনেক বলিবার আছে, অনেক খাটিবার আছে, অনেক ভোগ করিবার আছে, ইহা ভুলিয়া যাইও না । পরব্রহ্মের অজানিত প্রসাদ লাভে উচ্চপথ অবলম্বন কর, তাহার অনন্ত শক্তির আশ্রয়ে দলবদ্ধ হও, ঈশ্বরের জন্য দেহত্যাগ স্বীকারে প্রস্তুত হও । উৎসবের মেষগণ, এই , বেদীর দিকে অগ্রসর হও, আমি তোমাদিগকে বলিদানের মন্ত্র শিখাইয়া দিব । তিনি যদি তোমাদিগকে বধ করেন তাহাও