পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> S 8 উপদেশ উহার সম্যক্ জল আর কোন আধারে ধৃত হয় না | যে সমুদ্র ইহাকে উৎপাদন করে সেই সমুদ্রই ইহাকে গ্রহণ করে । তেমনি মহাজনগণের জীবনের বেগ নরনারীগণ বক্ষে ধারণ করিয়া পৰ্য্যাপ্ত করিতে পারে না । ব্ৰহ্ম হইতে উহা উৎপন্ন হয়, ব্রহ্ম মধ্যে উহা অদৃশ্য হয়। দেখ আর এক ব্যাপার — এই বড় নদীতে কত ছোট নদী মিশিয়াছে, অথচ সেই ছোট নদীর চিতুমাত্র খুজিয়া পাওয়া যায় না । ধৰ্ম্মমণ্ডলীও এইরূপ, এক এক মণ্ডলীতে কত শত শত লোক মিলিয়া আছে তাহার চিছু পাওয়া যায় না। য়দিও চিন্তু পাওয়া যায় তথাপি সকল লোকের গতি এক, নিয়তি এক, জীবনের বিবিধ অবস্থার ভিতর সংযোগ সংপ্রসারণেও একতা আছে । নিজের জীবনকে সঙ্কীর্ণ বলিয়া তুচ্ছ করিলে চলিবে না । যদি ইহার স্রোতকে চলিতে না দেও পচিয়া যাইবে, যদি উহাকে শুষ্ক ডাঙ্গায় ফেলিয়া রাখ জ্বালানি কাষ্ঠ হইবে, যদি ইহাকে মণ্ডলীতে রক্ষা না কর ইহার প্রাণ বিনষ্ট হইবে, যদি ইহাকে অনন্তের সঙ্গে যোগ না কর বিনষ্ট হইবে এই ভবনদী পার হইতে হইবে । — এ পারে . আছ বটে কিন্তু ওপারের লোক তোমাকে ডাকিতেছে, এ পারে প্রবাস ওপারে আবাস—জন্মভূমি; এ পারে