পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ミbr উপদেশ স্থপটু হইয়াও, বিশুদ্ধ মতাদি পোষণ করিয়াও লোকের নৈতিক চরিত্রে বিষম দোষ দুৰ্ব্বলতা । সমস্ত সম্প্রদায়ের ভিতর আমি ব্রাহ্মসমাজের নানা দলকেও ইহার ভিতর অন্তর্নিবিষ্ট করিয়া বলিতেছি – বিশুদ্ধ ধৰ্ম্মচরিত্র বড়ই বিরল । কেবল বৈষ্ণব সম্প্রদায় এই দোষে দোষী নহে, কেবল মুসলমান সম্প্রদায় এবিষয়ে অপরাধী নহে । খৃষ্টীয় সমাজ ও ব্রাহ্মসমাজেও এই দোষ বৰ্ত্তমান ; স্থতরাং এই সম্বন্ধে দুই চারিট কথা, আলোচনা করা প্রয়োজন হইতেছে । আমার কাছে ধৰ্ম্মচরিত্র বলিলে আনুগত্য, বাধ্যতা, পরতন্ত্রতা বুঝায়। সকল বিষয়ে যে নিজতন্ত্র অনুসারে চলে, নিজের ইচ্ছামত কাৰ্য্য করে তাহার চরিত্র কখনও দোষশূন্ত হয় না । বাহ প্রকৃতির বিষয়, উহার ধৰ্ম্ম আনুগত্য, নিয়ম পরতন্ত্রতা, ও শৃঙ্খলা রক্ষা করা অনুধাবন কর, । সূৰ্য্য প্রতিদিন পূর্বদিকে উদিত হয়, পশ্চিম দিকে কখনও উদিত হইবে না । জল আপনার সমতল অন্বেষণ করিবে, অগ্নি দাহ্যবস্তুকে ভষ্মাবশেষ করিবে ইহার অন্যথা হয় না। আকর্ষণ, বিকর্ষণ, সংযোগ, বিশ্লেষ কিম্বা প্রকৃতির অন্ত্য প্রকার শক্তি উচ্ছৃঙ্খল হইলে অল্প সময় মধ্যে স্থষ্টি রসাতলে যায়। মানসিক প্রকৃতির কি অন্ত নিয়ম ? বিধিপরতন্ত্র না