পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৪০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নরক S 8 S হয় । যে রাগী তাহার ভিতরে হত্যাকার বাস করে । রাগ ও হতা পরস্পরের সহকারী । যে হিংসার অধীন, সে কুকুর অপেক্ষাও জঘন্ত জীবন যাপন করে । হিংস্ৰজন্তপূর্ণ বনে যেমন কোন শাসন নাই, আত্মসংবরণ নাই, রিপু প্রাবল্যময় হৃদয়ও তেমনি। ধৰ্ম্মে ভয় নাই, সংযম নাই, আত্মবিরোধ নাই, কেবল পাপে অনুরক্তি, কুচিস্তার তরঙ্গ হৃদয়ময় খেলিয়া বেড়াইতেছে ; কুকার্যের স্রোত হৃদয় প্লাবিত করিয়া প্রবাহিত হইতেছে, ক্রোধ প্রবল হইয়া হত্যা করিতেছে, অহঙ্কার প্রবল প্রতাপে দুৰ্ব্বলকে নিৰ্য্যাতন করিতেছে, হিংস অবলীলাক্রমে বিধবার মুখের অন্ন কাড়িয়া লইতেছে। সাধুর প্রতি অত্যাচার, ধৰ্ম্মের অবমাননা, ইত্যাদি পরিপূর্ণ কোন জীবনের চিত্র যদি একবার আঁকিয়া দেখিতে পার, তবে নরক । কি বুঝিতে পারবে । ঈশ্বরে ভয় ও অনুরাগবিহীন মানব হৃদয়ে কাম, ক্রোধ, লোভ, অহঙ্কারের রাজ্য বিস্তার করে। এই রাজ্য যথার্থ নরকধাম । এই নরকে যাহার - ? একবার বাস করিতে হয়, তাহার আর উপায় থাকে. না । এই জীবন্ত নরকের বিষয় বলিবার শক্তি ও দর্শন আমার অল্প, তথাপি বলিতে পারি ঈশ্বরে অবিশ্বাস, পবিত্ৰাত্মাতে অবিশ্বাস, সাধুভক্তগণের প্রতি অবিশ্বাস লইয়া কেহ পরলোকবাসী হইলেও এই ঘোর নরকের +. á