পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38 উপদেশ । করা যায়, অসহায় হইয়া যদি ঈশ্বরের সহায়তা লাভ করা যায়, তাহt হইলেই ঈশ্বরের ঈশ্বরত্ব স্বীকার করা হইল। আপনার সাধন এবং ধৰ্ম্মচেষ্টা নিষ্ফল বুঝিয়া, যে পরিত্রাণের ভার ঈশ্বরের হস্তে অর্পণ করে, সে ব্যক্তি ধন্ত । যে ব্যক্তি জীবনের তাবৎ ভার বিধাতার হস্তে দিয়া নিশ্চিন্ত হইল, তাহার ধৰ্ম্মকে কে পরাস্ত করিবে ? যে বিধাতার গুণ বুঝিয়াছে, যে ঈশ্বরের ঈশ্বরত্ব বুঝিয়াছে, সে অবাত-কম্পিত দীপের ন্যায় স্থির থাকে। কারণ সে জানে, ঈশ্বরের হস্ত কম্পিত হইবার নহে। ঈশ্বরের হস্তে যে ভার তাহ সুসম্পন্ন হইবেই হইবে । যে র্তাহার- অনুগমন করে, সে নিশ্চয়ই অপবিত্রতাকে চূর্ণ করিবে ; সে দুঃখে পড়ক, সহস্ৰ যন্ত্রণায় পেষিত হউক, পরিণামে তাহার জয়, পরিণামে তাহার শান্তি, পরিণামে তাহার প্ররিত্রাণ। এই পন্থ । কেবল ঈশ্বরের ঈশ্বরত্বেই নরনারীর উদ্ধার ।