পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাকিত্ব । - S X | দুইটা ভিন্ন করিলেই তুমি মরিলে। ব্ৰহ্ম যেমন একাকী, ব্ৰহ্মভৃত্যও তেমনি একাকী। ব্রহ্ম অসঙ্গ এবং একাকী হইয়াও সমস্ত নরনারীদিগের | মঙ্গলবিধান করিতেছেন ও সকলকে পবিত্র সহবাস বিতরণ করেন, | সেইরূপ ব্ৰহ্মভৃত্য একাকী হইয়াও সমুদয় লোকের সঙ্গ করেন। তিনি | নির্জনে যে পবিত্রতা প্রেম অর্জন করেন, দশজনকে তাহা বিতরণ করিবার জন্ত তাহার প্রাণ ব্যাকুল হয়। একজন ভক্তের উজ্জল মুখশ্ৰী দেখিলে অন্যান্য ভক্তদিগের ভক্তি বৃদ্ধি হয় । তাহারা বলেন, ভ্রাতার |প্রস্ফুটিত মুখপদ্ম দেখিয়া হৃদয় জুড়াইল। ভক্তের মুখকমল না দেখিলে, ভক্তের অনুপস্থিতিতে তাহাদিগের প্রাণ বিদীর্ণ হয়। ভ্রাতাকে |না দেখিলে সৌন্দৰ্য্যপ্রবাহ দেখিব কোথায় ? স্বর্গের মিষ্ট কথা | মুখ কোথায় ? ভ্রাতাকে বক্ষে রাখিব, ভ্রাতাকে মস্তকে স্থান দিব, ভ্রাতার ক্রোড়ে মস্তক রাখিব। একাকী এবং অসঙ্গ হইয়া |াতাদিগকে ভাল না বাসিলে স্বর্গের অতুল ঐশ্বৰ্য্য লাভ করা যায় না। | অতএব হে ভাই, হে ভগিনী, মিনতি করিয়া বলি, ব্রাহ্মসমাজের আপদ উপস্থিত হইলে তুমি বুক দিয়া পরিশ্রম করিবে না, এমন কথা মুখে আনিও | না। তুমি পৃষ্ঠভঙ্গ দিয়া পলায়ন করিয়া কোথায় শান্তি পাইবে ? | তুমি ভক্তির প্রথম অক্ষর কোথায় শিখিলে ? তুমি পবিত্র হইবার উচ্চ আশা কোথায় পাইলে ? ব্রাহ্মসমাজ-জননীর নিকট তুমি সত্যধৰ্ম্ম এবং | সার ভক্তি শিক্ষা করিয়াছ, এখন কৃতঘ্ন হইও না। লবণ খাইয়া এত দিন | পরে নিমকহারামী করিও না। যেস্থানে বসিয়া ঈশ্বরকে লাভ করিলে, কত স্বর্গের মুখ ভোগ করিলে, সেখানে ঝড় উঠিলে, ভীরু আত্মা, তুমি পলায়ন কর। যথার্থ বিশ্বাসী ব্রাহ্ম বিপদ দেখিয়া ভীত হন না, তিনি মস্তকের