পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮ * উপদেশ । পরস্পরের মধ্যে কুশল বিস্তারে প্রবৃত্ত হও। ব্রহ্মপূজার এক শব্দে আগুন জলিয়া উঠিবে। ব্ৰহ্মপূজার ভয়ানক শক্তি! যে সকল জেতাগণ এখন ভারত অধিকার করিয়াছেন, তাহদের দেশেও এই ব্ৰহ্মপূজার আশ্চৰ্য্য ক্ষমতা দেখিয়াছি। হে ব্রাহ্ম পুরোহিত, তুমি নিরাশ হইও না, তোম৷ দ্বারা পৃথিবীতে ব্ৰহ্মপূজা প্রতিষ্ঠিত হইবে। এই ব্রাহ্মধৰ্ম্ম দ্বারা পুণ্য, স্নেহ, প্রেম, শান্তি, কুশল প্রচারিত হইবে। হে কপট ব্রাহ্ম, তোমার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তোমার দ্বারা যদি এ সকল প্রকাশিত হয়, তবে ভালই, তাহ না হইলে তুমি যমালয়ে চলিয়া যাইবে ; অন্যান্ত পুরোহিত আসিয়া উহা প্রকাশ করিবেন। যথার্থ ব্ৰহ্মপূজা বিনা জগৎ মৃতপ্রায়। অতএব প্রত্যেক ব্রাহ্ম ব্রাক্ষিক পূজা-প্রিয় হও, পূজা শিক্ষা দাও ; কল্যাণপ্রিয় হও, কল্যাণ অনুষ্ঠান কর । তোমরা এইরূপে মাতা ব্রাহ্মধৰ্ম্মের আদেশানুসারে জগতে পুণ্য এবং শান্তি বিস্তার করিলে, ব্রাহ্মধৰ্ম্ম স্বর্গে গিয়া বলিবেন —“মঙ্গলময়, যে উদ্দেশ্যে তোমার কন্যাকে পৃথিবীতে পাঠাইয়াছিলে তাহ পূর্ণ হইয়াছে।” তখন ধরা-ধামে স্বৰ্গরাজ্য অবতীর্ণ হইবে। অকুশল অশান্তির পরিবর্তে চারিদিকে শান্তি এবং কুশল বিরাজ করিবে। তখন সকলের মনে সাধু ইচ্ছা এবং সদ্ভাব বর্তমান থাকিবে, এবং পৃথিবীতে সেই শান্তিধাম প্রতিষ্ঠিত হইবে যাহার জন্য আমরা বহুকাল আশার সহিত পরিশ্রম করিতেছি। - க: &க