পাতা:উপনিষৎ গ্রন্থাবলী - প্রথম ভাগ.djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কঠোপনিষৎ উশন হ বৈ বাজশ্রবসঃ সৰ্ব্ববেদসং দদে)। তস্য হ নচিকেতা নাম পুত্র আস । তং হ কুমারং সন্তং দক্ষিণাস্ত্র নীয়মানাহ্ল শ্রদ্ধাবিবেষ ॥১ অন্বয়—উশন (কামনা করিতে করিতে) হ (পূৰ্ব্বে যাহা ঘটিয়াছে তাহার দ্যোতক অব্যয় শব্দ ), বৈ ( নিশ্চয়ই ) সৰ্ব্ববেদসং ( সৰ্ব্বস্ব ) দদৌ ( দান করিয়াছিলেন )। তন্ত (তাহার) ই ( পূৰ্ব্ববৃত্তন্তোতক নিশ্চয়ার্থক --অরায় শব্দ ) নচিকেতা নাম (নচিকেতা নামে ) পুত্র (পুরামক নরক হইতে উদ্ধার করিতে সমর্থ পুত্র ) আস (ছিলেন)। তঃ (সেই) কুমারং (কুমারকে ) সন্ত (হইতে হইতে ) দক্ষিণাকু (পুরোন্তিতদিগকে দক্ষিণ প্রদান করিবার সময় ) নীয়মানাসু (গাভীগণ যখন নীত হইতেছিল), শ্রদ্ধা (যজ্ঞবৈগুণ্য হেতু অনিষ্ট প্রাপ্তিবোধক বেদবাক্যে সৰ্ব্বতোভাবে দৃঢ় বিশ্বাস, পিতার অনিষ্ট নিবৃত্তির জন্ত ), আবিবেশ ( সংশয় রহিতভাবে হৃদয়ে উৎপন্ন হইল ) ॥১ ময়দানাদিজনিত যশস্বী ঐশ্বর্যশালী বাজশ্রবার পুত্র বাজশ্রবস উদালক ঋষি বিশ্বজিৎ যজ্ঞের অনুষ্ঠান করিয়াছিলেন। সেই যজ্ঞে তিনি সৰ্ব্বস্ব প্রদান করেন। তাহার নচিকেতা নামে পুত্র ছিল। ঋত্বিকৃদিগকে দক্ষিণা প্রদান করিবার সময় যখন গাতীগণ নীত হইতেছিল, সেই সময় কুমার নচিকেতার হৃদয়ে যজ্ঞের অঙ্গহানিহেতু অনিঃপ্রাপ্তিবোধক বৈদিক বাক্ত্যে দৃঢ় বিশ্বাস সঞ্জাত হইল। পিতার অনিষ্ট নিবৃত্তির জন্ত ॥১