পাতা:উপনিষৎ গ্রন্থাবলী - প্রথম ভাগ.djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কঠোপনিষৎ" » १8 পীতোদকা (অধুনা জল পান করিতে অসমর্থ) জাতৃণা: (স্বাস ভক্ষণ করিতে সামর্থ্যহীন ) দুগ্ধ দোহা: ( দুগ্ধ প্রদানে অসমর্থ) নিরিজিয়া: ( বৎস প্রদানে শক্তিহীন ), য: ( যে ব্যক্তি ) তাঃ (উক্ত জরাজীর্ণ গাভী সমূহকে ঋত্বিকগণকে দক্ষিণা স্বরূপ প্রদান করে) ; দদং (দানকারী) স: (সেই ব্যক্তি) তান ( সেই লোকসমূহে ) গচ্ছতি (গমন করে) তে লোকাঃ ( যে লোকসমূহ ) অনন্দানাম (নিরানন্দময় ) ॥২৷ যে ব্যক্তি দক্ষিণস্বরূপে ঋত্বিকগণকে জল পানে অসমর্থ, তৃণভক্ষণে শক্তিহীন, দুগ্ধপ্রদানে সামর্থ্যবিহীন, বৎস প্রদানে অসমর্থ গাভীগণ প্রদান করেন তিনি সেই সমস্ত লোকে গমন করেন যাহাদের নাম অননা অর্থাৎ আনন্দহীন । রহস্তবোধিনী—জলপানে অসমর্থ, তৃণভক্ষণে, অপারগ, দুগ্ধ ও বৎস প্রদানে সামর্থহীন জরাজীর্ণ গাভীগণকে দক্ষিণা স্বরূপ প্রদান কমিলে সেই দান যেমন নিষ্ফল হয় সেইরূপ এতদিন পর্য্যন্ত যজ্ঞের তাৎপৰ্য্য, দানের নিয়ম, কমের গুরহস্য হৃদয়ঙ্গম না করিয়া কেবল অনুষ্ঠানট রক্ষা করবার জন্য, কামনার বশবৰ্ত্তী হইয়া যে সব কাৰ্য করিয়া আসিয়াছি মৎকৃত সেই কার্যসমূহ নিস্ফলই হইয়াছে ॥২৷ স হোবচ পিতরং তত কৰ্ম্মৈ মাং দাস্তাসী দ্বিতীয়ং তৃতীয়ং তং হোবাচঃ। মৃত্যবেত্ব

  • দদামীতি ॥৩

স: ( নচিকেত ) হ (পূৰ্ব্ববৃত্তস্মারক অব্যয়শন্স ) পিতরং (বিষয় বাসনাভিভূতচিত্ত পিতা উদালককে ) উবাচ ( বলিলেন ) তত (হে তাত, হে পিত: ) কৰ্ম্মৈ (কোন খক্ৰিকে) মাদাগুলি (আমাকে দক্ষিণস্বরূপ প্রদান করিবেন ) দ্বিতীয়ং তৃতীয়ং তং হ উবাচ ( এইরূপে দুইবার তিনবার "তাহাকে বলিলেন)—পুত্রের অভিপ্রায় না জানিয়া পুত্রের এবম্বিধ আচরণে R