পাতা:উপনিষৎ গ্রন্থাবলী - প্রথম ভাগ.djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$8b. - কঠোপনিষৎ করেন ) এত (এই অগ্নিবিষ্ঠা ) দ্বিতীরেন বরেণ বৃণে (দ্বিতীয় বরের স্বারা প্রার্থনা করি ) ॥১২ হে যম ! স্বর্গের প্রাপ্তি সাধনভূত অগ্নি বিদ্যায় পারদর্শী আপনি স্বর্গ প্রাপ্তির সাধনভূক্ত অগ্নিবিদ্যা অবগত আছেন। সেই অগ্নিবিদ্যা সম্বন্ধে শ্রদ্ধাশীল আমাকে প্রকৃষ্টরূপে উপদেশ প্রদান করুণ। এই অগ্নিবিদ্যা দ্বারা মনুস্যগণ স্বৰ্গলোকে অমরত্ব লাভ করেন । এই অগ্নি-বিদ্যা দ্বিতীয়, বরের দ্বারা প্রার্থনা করি। বিবেক বৈরাগ্যবান সাধকের চিত্তনদী যখন কেবল চৈতন্তস্বরূপ আত্মাভিমুখে প্রবাহিত হইতে থাকে তখন সেই চিত্তে স্বৰ্গ-অগ্নি অর্থাৎ, নিরতিশয় আনন্দস্বরূপ স্বৰ্গপ্রাপ্তির সাধনভূত অগ্নি বা জ্যোতি প্রকাশ পাইয়া থাকে। অন্ত:শরীরে এই চৈতন্য জ্যোতি বা অগ্নি কেবল নির্বিশেষ পরমানন্দকে বিষয় করিয়া থাকে। এই অগ্নিকে অখণ্ড একরস+ চৈতন্যময়ী পরাশক্তি বা ব্রহ্মবিদ্যা নামে অভিহিত করা হয় ॥১২ নচিকেতা কর্তৃক অনুরুদ্ধ হইয়া যম বলিলেন – প্র তে ব্ৰবীমি তছু মে নিবোধ স্বর্গ্যমগ্নিং নচিকেতঃ প্রজনন । অনন্তলোকাপ্তিমথো প্রতিষ্ঠাং বিদ্ধি ত্বমেতং নিহিতং গুহায়াম্ ॥১৩ নচিকেত: ( হে নচিকেত ) স্বৰ্গং অগ্নি প্রজান (স্বর্গের সাধনভূত অগ্নিকে আমি বিশেষরূপে জানিয়া ) তে প্রত্ৰবীমি ( তোমাকে বিশেষরূপে বলিতেছি ) তৎ উ ( সেই অগ্নি বিদ্যা ) মে নিবোধ (আমার নিকট হইতে এক্ষাগ্ৰ চিত্ত হইয়া শ্রবণ কর) জ্বম্ (ভূমি ) এতং (নিরতিশয় Raa ? శాశాf বা অগ্নিকে ) অনন্তলোকাপ্তিং