পাতা:উপনিষৎ গ্রন্থাবলী - প্রথম ভাগ.djvu/১৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ృt'ు কঠোপনিষৎ ff য: (যে মুমুকু) ত্রিণাচিকেত (তিনবার নাচিকেত অগ্নিকে অভেদে উপাসনা করেন ) এতৎ ( এই ) ত্ৰয়ং (তিনটি অর্থাৎ অগ্নির লক্ষণ ষে চৈতন্যজোতি:, আত্মরূপে অহোরাত্র একবৎসর পর্য্যন্ত অগ্নির ধ্যান এই তিন রহস্য । বিদিত্বা ( জানিয়া ) এবং ( এইরূপে অর্থাৎ আত্মস্বরূপে) নাচিকেতম্ (নাচিকেত অগ্নিকে ) চিহ্লতে (ধ্যান করেন), স পুরত: (তিনি দেহত্যাগের পূৰ্ব্বেই) মৃত্যুপাশান (অধৰ্ম, অজ্ঞান ভোগাসক্তি প্রভৃতি মৃত্যুর সমুদয় বন্ধন) প্রণোদ্য (ছিন্ন করিয়া, সম্পূর্ণরূপে দূরীভূত করিয়া ) শোকাতিগ: ( শোককে অতিক্রম করিয়া, শোকরহিত হইয়া ) স্বৰ্গলোকে (নিরতিশয় আনন্দধামে ), মোদতে ( পরমানন্দ অনুভব করেন ) ॥১৭ তিনবার নাচিকেত অগ্নির অভেদে উপাসনাকারী যে মুমুকু অগ্নি বিষয়ক এই তিনট রহস্য জানিয়া ( অর্থাৎ যা ইষ্টক, যাবতীর্ব যথা বা’ ইষ্টকের লক্ষণ, যৎসংখ্যক ইষ্টক এবং ইষ্টক সাজাইবার প্রণালী, অন্ত:শরীরে চৈতন্যজ্যোতিঃই হইতেছে ইষ্টকের লক্ষণ, একবৎসর পর্য্যস্ত ৭২০ অহোরাত্র হইতেছে ইষ্টকের সংখ্যা এবং আত্মস্বরূপে চৈতন্যজ্যোতির ধ্যান হইতেছে ইষ্টক সাজাইবার প্রণালী ) আত্মস্বরূপে অন্ত:শরীরে চৈতন্তজ্যোতি:রূপ নাচিকেত অগ্নিকে অহোরাত্র ধ্যান করেন, তিনি দেহত্যাগের পূৰ্বেই অধন, অজ্ঞান, ভোগাসক্তি প্রভৃতি মৃত্যুর বন্ধনসমূহ সম্পূর্ণরূপে ছিন্ন করিয়া শোকরহিত হইয়া নিরতিশয় আনন্দধামে পরমানন্দ অনুভব করেন ॥১৭ এক্ষণে দ্বিতীয় বর প্রকরণ উপসংহার করিয়া যম নচিকেতাকে বলিলেন— এষ তেহপ্পিনচিকেতঃ স্বর্গ্যে যম বৃনীথ দ্বিতীয়েন বরেণ। /