পাতা:উপনিষৎ গ্রন্থাবলী - প্রথম ভাগ.djvu/১৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

चह्न কঠোপনিষৎ 94אל দুর্লভ) সৰ্ব্বান কামান (সেই সব ভোগ্য বস্ত) ছন্ত (ইচ্ছানুসারে) প্রার্থস্থ (প্রার্থনা কর) ইমা সরথা সত্বৰ্য্যা রামা (এই রথস্থ এবং নানাবিধ বাদ্যযন্ত্র সমন্বিত অপ্সরাগণ যাহার তোমার সম্মুখে অবস্থান . করিতেছে) ঈদৃশ: ( এইরূপ দিব্য স্ত্রীগণ) মনুষৈ: ন ছি লম্ভনীয়াঃ (মন্ত্যগণ কর্তৃক নিশ্চয়ই প্রাপ্য নহে) নচিকেত (হে নচিকেত) মংপ্রভাভিঃ (আমা কর্তৃক প্রদত্ত) আভি: ( এই দিব্য স্ত্রীগণের দ্বারা ) পরিচারয়স্ক ( তোমার পরিচর্য্য করাও ) মরনং (মরণ বিষয়ক প্রশ্ন ) মা অনুপ্রাক্ষী: ( জিজ্ঞাসা করিও না ) ॥২৪ পৃথিবীতে যে যে কাম্য পদার্থ দুলভ সেই সব ভোগ্য বস্তু ইচ্ছানুসারে প্রার্থনা কর । এই রথস্থ এবং নানাবিধ বাদ্যযন্ত্র সমন্বিত অপরাগণ যাহার তোমার সম্মুখে অবস্থান করিতেছে এইরূপ দিব্য স্ত্রীগণ মনুষ্যগণ কর্তৃক নিশ্চয়ই প্রাপ্য নহে। হে নচিকেত! আমা কর্তৃক প্রদত্ত এই দি গল বায়তো কি করাও। মরণবিষয়ক প্রশ্ন জিজ্ঞাসা করিও না ॥২৪ • যম কর্তৃক প্রলোভিত হইয়াও নচিকেতা বিচলিত না হইয়া বলিলেন— শ্বোভাবা মর্ত্যস্ত যদন্তকৈতৎ সৰ্ব্বেন্দ্রিয়াণাং জরয়ন্তি তেজঃ । অপি সৰ্ব্বং জীবিতমল্পমেব তবৈব বাহাস্তব নৃত্যগীতে ॥২৫ অন্তক (হে মৃত্যে, ) শ্বোভাবা; ( শ্বঃ, আগামীকল্য, ভাব, সত্তা যেষাং, যাহাদের, তাহার শ্বোভাবা; অর্থাৎ ক্ষণভঙ্গুর, নশ্বর, তাৎপৰ্থ এই যে নচিকেত যমকে বললেন "আপনি যে পুত্রপৌত্র বিপুল * সাম্রাজ্য এবং অপসর প্রভৃতি দিব্যাঙ্গনাগণ আমাকে প্রদান করিতে