পাতা:উপনিষৎ গ্রন্থাবলী - প্রথম ভাগ.djvu/২১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Հ օb- কঠোপনিষৎ তস্মাত্র এই পঞ্চ স্বক্ষ ভূতরূপ বিষয় সমূহ ইন্দ্রিয়গণ হইতে শ্রেষ্ঠ, আবার বিষয়সমূহ হইতে বিষয় সমূহের গ্রাহক সংকল্প বিকল্লাত্মক মন শ্রেষ্ঠ এবং মন হইতে মনের প্রযোজক নিশ্চয়াত্মিক বুদ্ধি শ্রেষ্ট, ব্যষ্টি বুদ্ধি হইতে সমষ্টি বুদ্ধিরূপ হিরণ্যগৰ্ভতত্ত্ব শ্রেষ্ঠ ॥৬৩ ti মহতঃ পরমব্যভামব্যক্তাৎ পুরুষঃ পরঃ । পুরুষান্ন পরং কিঞ্চিৎসাকাষ্ঠী সা পরাগতি ॥৬৪৷৷ মহন্ত (সমষ্টি বুদ্ধিতত্ব হিরণ্যগৰ্ভ হইতে) অব্যক্তং (সমস্ত জগতের ' বীজভূত, পরমাত্মা পরমেশ্বরের আশ্রিত মায়া, আকাশ ইত্যাদি নাম দ্বারা অভিহিত অব্যাকৃত) পরং ( উৎকৃষ্ট অর্থাৎ সূক্ষ্মতর, মহত্তর এবং প্রত্যগাত্মভূত ) অব্যক্তাৎ (অব্যক্ত বা আকাশ বা মায়া হইতে ) পুরুষঃ ( নিখিল নামরূপাত্মক জগতের প্রকাশক চৈতন্তস্বরূপ আত্মা ) পর: (শ্রেষ্ঠ অর্থাৎ স্বল্পতর, সমস্ত কারণের কারণ, প্রত্যগাত্মভূত ), পুরুষাৎ (সৰ্ব্বত্র পূর্ণরূপে স্থিত চৈতন্তস্বরূপ আত্মা হইতে ) কিঞ্চিৎ (অন্ত কোন বস্তুই ) পরং ন ( উৎকৃষ্ট অর্থাৎ স্বল্পতর, মহত্তর এবং প্রত্যগাত্মভূত নাই ) সা ( সেই কেবল চিন্মাত্রস্বরূপ আত্মা) কাষ্ঠী (সূক্ষ্মত্ব, মহত্ব, প্রত্যগাত্মত্বের বিশ্রান্তিভূমি, সমস্ত প্রপঞ্চ নিষেধের অবধি ) সা পরাগতি । সেই চৈতন্তস্বরূপ আত্মা সর্বোত্তম গতি, অর্থাৎ বিষ্ণুর পরমপদ ; যাহাকে প্রাপ্ত হইলে দেবযান পিতৃযান প্রভৃতি মার্গে ভ্রমণকারী সংসারিগণের আর পুনরায় সংসারে ফিরিয়া আসিতে হয় না ॥৬৪ সমষ্টি বুদ্ধিতত্ত্ব হিরণ্যগৰ্ভ হইতে নিখিল জগতের বীজভূত পরমাত্মা পরমেশ্বরের আশ্রিত মায়া, আকাশ ইত্যাদি মান দ্বারা অভিহিত অব্যাকৃত উৎকৃষ্ট অর্থাৎ স্বল্পতর, মহত্তর এবং প্রত্যগাত্মভূত ; এই অব্যক্ত বা আকাশ বা মায়া হইতে নিখিল নামরূপাত্মক জগতের প্রকাশক চৈতন্যস্বরূপ স্নাত্মা শ্রেষ্ঠ অর্থাৎ স্বল্পতর, মহত্তর, প্রত্যগাত্মভূত এবং সৰ্ব্বক্ষাস্থণর