পাতা:উপনিষৎ গ্রন্থাবলী - প্রথম ভাগ.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ه له لا সর্বদক, সুতরাং তুমি নিশ্চয় জানিতেছ যে আমার চিত্ত কেবল তোমাকেই চাহিতেছে ; সুতরাং আমায় দর্শন দাও । তুমি যম অর্থাৎ অন্তর্যামী, সুতরাং একমাত্র তোমাতেই শরণাগত আমার মনোবুদ্ধি ইন্দ্রিয়াদি তোমার অভিমুখে নিয়মিত কর। মুরিভিঃ অৰ্য্যতে তত্ত্বদর্শিগণও তোমার স্তুতি করিয়া থাকেন, তোম৷ হইতেই এই চরাচর জগৎ প্রসূত হইয়াছে, তুমিই জগতের প্রকাশক সেই জন্য তুমি সূৰ্য্য, অতএব তোমাতে শরণাগত আমার চিত্তকে ভগবদ্‌ জ্ঞান দ্বারা উজ্জ্বল কর, সব মলিনতা দূর কর । তুমি প্রত্যেক বিশুদ্ধ চিত্ত পুরুষরূপ প্রজাপতির নির্মল হৃদয়ে জন্মগ্রহণ কর অর্থাৎ আত্মস্বরূপ প্রকাশ কর । সেইজন্য তুমি প্রাজাপত্য। অতএব আমার হৃদয়ে প্রকাশিত হও । দেবতির্য্যক নরাদি প্রাণিসমূহ তোমারই বিভিন্ন রশ্মিসমূহ। বিশ্বস্বরূপ তুমিই একমাত্র চৈতন্যজ্যোতিঃ এবং শত শত বিভিন্ন প্রাণিসমূহ চৈতন্যাভাস। তাহারা জ্যোতিস্বরূপ তোমারই রশ্মি, সুতরাং আমার চিত্তকে নানাত্ব হইতে বিমুখ করিয়া একমাত্র তুমিই যে প্রতি নামে প্রতিরূপে রূপায়িত হইতেছ সেই একত্বের অভিমুখী কর, তোমার জ্যোতিঃকে একত্র কর যাহাতে তোমার সমগ্র কল্যাণময় স্বরূপট আমি দেখিতে পারি। তোমারই অনুগ্রহে শ্রদ্ধা ও ভক্তির সহিত তোমার ধ্যান করিতে করিতে আমি যে তোমাময় হইয়া গিয়াছি। পূর্বে জগত্রপ যে আবরণ সত্যস্বরূপ তোমাকে আমার নিকট হইতে আবৃত করিয়া রাখিয়াছিল, এখন তোমার কুরুশায় সেই