পাতা:উপনিষৎ গ্রন্থাবলী - প্রথম ভাগ.djvu/২৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কঠোপনিষৎ २२१ অঙ্গুষ্ঠমাত্রেঃ পুরুষো মধ্য আত্মনি তিষ্ঠতি। ঈশানো ভূতভব্যস্ত ন ততো বিজুগুপাতে এতদ্বৈতৎ ॥১২ ভূত ভবাস্য ( কালত্রয়ের ) ঈশান (নিয়ন্ত ) অঙ্গুষ্টমাত্র: ( অঙ্গুষ্ঠ পরিমিত হৃদয়াকাশে অন্ত:করণোপাদিক) পুরুষঃ (সর্বব্যাপী চৈতন্যস্বরূপ আত্মা ) মধ্য আত্মনি (শরীরের মধ্যে ) তিষ্ঠতি (বিদ্যমান আছেন ) তত: ( এই আত্মতত্ত্ব সাক্ষাৎকার করিবার পর ) ন বিজুগুপ্ততে ( আত্মবিদ নিজেকে কাহারও নিকট হইতে গোপন করেন না ) ॥১২। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই কালত্রয়ের নিয়ন্তা, অঙ্গুষ্ঠপরিমিত হৃদয়াকাশে আন্তঃকরণোপাধিক সব ব্যাপী চৈতন্যস্বরূপ আত্মা শরীরের মধ্যে বিদ্যমান আছেন । এই আত্মতত্ত্ব সাক্ষাৎকার করিবার পর আত্মবিদ নিজেকে কাহারও নিকট হইতে গোপন করেন না ॥১২ অঙ্গুঠমাত্র পুরুষো জ্যোতিরিবাধূমকঃ ঈশানো ভূতভব্যস্ত স এবাদ্য স উশ্বঃ এতদ্বৈতৎ ॥১৩ অঙ্গুষ্ঠ মাত্র: ( মঙ্গুষ্ট পরিমিত হৃদয়াকাশস্থিত অন্ত:করণরূপ উপাধি বিশিষ্ট্র ) পুরুষ চৈতন্যস্বরূপ সর্বব্যাপী আত্ম ) মধ্যে আত্মনি (শরীরমধ্যে ) অধূমক (মহীন, নির্মল) জ্যোতিঃইব (জ্যোতির ন্যায় । স (সেই আত্মা ) ভূতভব্যস্য ( কালত্রয়ের ) ঈশান (নিয়ন্তা ) স এব (তিনিই ) অদ্য ( বর্তমান কালে বিদ্যমান রহিয়াছেন, অতীতেও ছিলেন ) উশ্ব: ( এবং ভবিষ্যতেও থাকিবেন ) এতদ্বৈ তৎ ( ইহাই সেই আত্মতত্ত্ব ) ॥১৩ অঙ্গ পরিমিত হৃদয়াকাশস্থিত অন্ত:করণক্ষপ উপাধিবিশিষ্ট নির্মল জ্যোতির ন্যায় ভাস্বান, কালত্র্য-উপলক্ষিত নিখিল জগতের নিয়ন্ত,