পাতা:উপনিষৎ গ্রন্থাবলী - প্রথম ভাগ.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-8૭ . ঈশোপনিষৎ নিরপেক্ষ সত্য স্বরূপ সচ্চিদানন্দ তোমার ) মুখং (প্রাপ্তির দ্বার ), ছিরগুয়েন (সুবর্ণবৎ উজ্জল ও লোভনীয় স্বৰ্য্যচন্দ্র তারক। সমুজ্জল, সত্যবং প্রতীয়মান এই জগৎক্লপ ) পাত্রেণ (পাত্রের দ্বারা অর্থাং মনোমুগ্ধকর নামরূপাত্মক জগৎক্লপ পাত্রের দ্বারা । অপিহিতং ( আবরিত আছে । সত্যধর্মায় (সত্যধর্মী যে আমি সেই আমার নিমিত্ত, অর্থাৎ সত্য স্বরূপ একমাত্র তোমারই সাক্ষাৎকার করিতে দৃঢসংকল্প আমার ) দৃষ্টয়ে । ঈশ্বর সাক্ষাৎকাররূপ অপরোক্ষানুভূতির জন্ত । তৎ সেই সত্যবং প্রতীয়মান নামরূপাত্মক আবরণকে ) অপাৰ্বণু । সম্পূর্ণরূপে অপসারিত কর বাহাতে আমি নামরূপকে না দেখিয়া কেবল তোমাকেই অস্তরে বাহিরে সাক্ষাং উপলব্ধি করিতে পারি ) ॥১৫ হে নিখিল জগতের পালনকৰ্ত্তা জগদীশ্বর, বাধরচিত নিরপেক্ষ সত্যস্বরূপ সচ্চিদানন্দ তোমার প্রাপ্তির দ্বার সুবর্ণবং উজ্জল ও লোভনীয় স্বৰ্য্যচন্দ্র তারকা সমুজ্জল সত্যবং প্রতীয়মান এই জগতৰূপ পাত্রের দ্বারা অর্থাৎ মনোমুগ্ধকর নাম-রূপাত্মক জগৎক্লপ আবরণ বা পাত্রের দ্বার। আবৃত আছে। সত্যধর্মী যে আমি সেই আমার নিমিত্ত অর্থাৎ নিরপেক্ষ সত্যস্বরূপ সচ্চিদানন্দ একমাত্র তোমারই সাক্ষাৎকার করিতে দৃঢ় সংকল্প আমার ঈশ্বরসাক্ষাৎকাররূপ অপরোক্ষান্তভূতির জন্ম গেই সত্যবং প্রতীয়মান নামরূপাত্মক জগৎরুপ আবরণকে তুমি সম্পূর্ণরূপে অপসারিত কর বাগতে আমি নামরূপকে না দেখিয়া কেবল তোমাকেই অন্তরে বাহিরে সাক্ষাত উপলব্ধি করিতে পারি ॥১৫ পূষন একর্ষে, যম, সূৰ্য্য প্রাজাপত্য ব্যুহ রশ্মীন সমূহ। তেজো যৎ তে রূপং কল্যাণতমং তৎ তে পশ্বামি যোহসাবসে পুরুষঃ সোহহমস্মি— ॥১৬